Taruner Swapna Free Tab: বিরাট ঘোষণা রাজ্য বাজেটে! এবার একাদশ শ্রেণি থেকেই পড়ুয়ারা পাবেন ট্যাব! কীভাবে পাবেন জানুন

Published On:

News Desk : তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে পড়ুয়াদের জন্য একের পর এক প্রকল্প চালু করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ও জনপ্রিয় হলো তরুণের স্বপ্ন প্রকল্প। রাজ্যের সকল পড়ুয়াদের শিক্ষার জন্য ট্যাব, কম্পিউটার বা স্মার্টফোন প্রদান করার উদ্দেশ্যে ২০২১ সালের মে মাসে ‘তরুনের স্বপ্ন’ (Taruner Swapna) নামক এই প্রকল্পের সূচনা করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় এতোদিন শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরই ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হতো সরকারের তরফ থেকে, তবে এবার থেকে আর শুধুমাত্র দ্বাদশ শ্রেণীতেই নয়, একাদশ শ্রেণীতেই ট্যাব কেনার টাকা পাবে রাজ্যের সকল পড়ুয়ারা (Taruner Swapna Free Tab)।

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কী জানালেন ?

এবারের বাজেট ঘোষণার সময় এমনটাই জানিয়েছেন রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য  ১০,০০০ টাকা করে দেওয়া হয়। এবার একাদশ শ্রেণি থেকেই সেই টাকা দেওয়া হবে। সেজন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বাজেত ঘোষণাকালে রাজ্য সরকার পড়ুয়াদের জন্য দারুন সুখবর দিয়েছে, যা লক্ষ লক্ষ পড়ুয়ার মুখে খানিক হাসি ফুটিয়েছে। 

কারা এই সুবিধা পান?

এবার থেকে একাদশ শ্রেণীতেই মিলবে ট্যাব। এমনটাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতে করে রাজ্যের পড়ুয়াদের মুখে হাসি ফুটেছে। প্রসঙ্গত, করোনা মহামারীর সময়কলে পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম দেখা দিয়েছিল, আর ঠিক সেই সময় পড়ুয়ারা যাতে অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই জন্য দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া শুরু হয়। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল, সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসা স্কুলের পড়ুয়ারা এই সুবিধা পেয়ে থাকেন। Taruner Swapna Free Tab

আবেদন পদ্ধতি

তরুনের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব (Taruner Swapna Free Tab) পাওয়ার জন্য আবেদন করতে পড়ুয়াদের একটি স্টুডেন্ট ডিসিএফ আবেদন পূরণ করতে হবে। পড়ুয়ারা স্কুল থেকে এই আবেদনপত্র পেয়ে যাবেন। এই আবেদনপত্রে পড়ুয়ার নাম, অভিভাবকের নাম, আধার কার্ড, বয়স, ব্যাঙ্কের ডিটেইলস দিতে হবে। আর এরপর সেই আবেদনপত্রটি স্কুলেই জমা করতে হবে। এরপর রাজ্যের শিক্ষা দপ্তর আবেদনপত্রটি যাচাই করে ট্যাব কেনার জন্য বরাদ্দ ১০ হাজার টাকা পড়ুয়ার ব্যাঙ্কে পাঠাবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad