News Desk : জীবন মানেই সংগ্রা। আর এই সংগ্রাম থেকে শীর্ষে পৌঁছানোর যাত্রা সহজ নয়। প্রতিটি ধাপে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে, হাল না ছেড়ে এগিয়ে যাওয়াকে মূল মন্ত্র করে এগিয়ে গেলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। ইউপিএসসি (UPSC) হলো দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা, যা পাশ করতে রীতিমতো কালঘাম ছোটে সকলের। আর আজ আইএএস অনুরাগ (IAS Anurag) সেই সকল পরীক্ষার্থীর জন্য উদাহরণ তৈরি করেছেন। আজ আমরা তার সাফল্যের গল্প (Success Story) সম্পর্কেই আপনাদের বলতে চলেছি। আসুন তবে জেনে নেওয়া যাক।
আইএএস অনুরাগের সাফল্যের গল্প
কিছু কিছু প্রার্থী প্রাথমিকভাবে ইউপিএসসি পরীক্ষায় প্রথমবার সফল না হলেও কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করে। বিহারের কাটিহার জেলায় বসবাসকারী অনুরাগের সাফল্যের গল্প (Success Story) লক্ষাধিক মানুষের জন্য অনুপ্রেরণা। অনুরাগ স্নাতক পড়াশুনায় মোটেও আগ্রহী ছিলেন না। স্নাতক হওয়ার সময় তিনি অনেক বিষয়ে পাস করতে পারেননি, কিন্তু যখন তিনি আইএএস হওয়ার সিদ্ধান্ত নেন, তখন আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
আরো পড়ুন:- হুইল চেয়ারে বসেই UPSC লক্ষ্যভেদ করলেন ISRO-র বিজ্ঞানী কার্তিক কনসাল! জানুন বিস্তারিত
পড়াশোনায় ছিলেন না আগ্রহী
অনুরাগ হিন্দি স্কুলে পড়েছিলেন। তিনি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে ভর্তি হন। এমন পরিস্থিতিতে, কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয় অনুরাগকে, কিন্তু কঠোর পরিশ্রমে তিনি উচ্চ বিদ্যালয়ে ভালো নম্বর অর্জন করেন। তিনি ইন্টারমিডিয়েটে ভাল নম্বর পেয়েছিলেন, যার কারণে তিনি দিল্লির শ্রী রাম কলেজ অফ কমার্সে ভর্তি হন। স্নাতক হওয়ার সময় তিনি পড়াশোনায় আগ্রহী ছিলেন না। তাই অনেক বিষয়ে পাশ করতে তার অনেক সময় লেগে যায়। স্নাতকোত্তর করার পর তিনি আইএএস হওয়ার সিদ্ধান্ত নেন। Success Story
দ্বিতীয়বারের প্রচেষ্টায় তিনি ৪৮তম স্থান অর্জন
অনুরাগ ইউপিএসসি পরীক্ষা পাস করার সিদ্ধান্ত নেন। তিনি একেবারে শূন্য থেকে প্রস্তুতি নিতে শুরু করেন এবং প্রথম প্রচেষ্টাতেই হন সফল। তবে, আশানুরূ স্থান পাননি তিনি। তাই তিনি আবার চেষ্টা করেছিলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৮ সালে দ্বিতীয়বারের প্রচেষ্টায় তিনি ৪৮তম স্থান অর্জন করেন। Success Story
অনুরাগ কী পরামর্শ দিয়েছেন?
অনুরাগ অন্যান্য প্রার্থীদের পরামর্শ দেন যে, সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিতে একেবারে শূন্য থেকে শুরু করেও এই পরীক্ষায় সফল হওয়া সম্ভব। ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য তাড়াহুড়ো করা উচিত নয়। প্রথমে এর সিলেবাস ভালো করে বুঝে, তারপর পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। তাহলেই সফল হওয়া সম্ভব।