Swami Vivekananda Scholarship Payment: কবে ঢুকবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা? জানুন বিস্তারিত

Published On:

Swami Vivekananda Scholarship Payment: পশ্চিমবঙ্গের দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের সাহায্য করাই হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship), মূল উদ্দেশ্য। এই প্রকল্পটি রাজ্যের পড়ুয়াদের পড়ালেখার ক্ষেত্রে যেমন সাহায্য করবে, তেমন কর্মসংস্থানও তৈরি করবে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের আর পড়ালেখার খরচ নিয়ে চিন্তা করতে হবে না। রাজ্যের নিম্ন আয়ের পরিবারের সকল শিক্ষার্থীরা এই স্কলারশিপ থেকে যথেষ্ট উপকৃত হবেন। ইতিমধ্যেই অনেকে এর জন্য আবেদন করেছেন। এখন প্রশ্ন উঠছে যে, এই স্কলারশিপের টাকা কবে ঢুকবে? আজ আমরা সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক।

টাকা কীভাবে দেওয়া হয়?

এই স্কলারশিপের জন্য অনলাইনে জমা দেওয়া সকল আবেদন বাছাই করা হয় এবং ছাত্রদের প্রাপ্ত নম্বর এবং তাদের আয়ের ভিত্তিতে সাজানো হয়। এর মধ্যে যাদের নম্বর বেশি এবং আয় কম তাদের দেওয়া হয় অগ্রাধিকার। এরপর একটি মেধা তালিকা প্রস্তুত করা হয়। প্রার্থীদের জমা করা প্রয়োজনীয় নথি যাচাই করার পর মেধা তালিকা চূড়ান্ত করা হয়। এরপর নির্বাচিত প্রার্থীদের নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় বৃত্তির টাকা (Swami Vivekananda Scholarship Payment)।

কীভাবে টাকা সংক্রান্ত অভিযোগ জানাবেন ?

সঠিক তথ্য পূরণ করার পর যদি সময় মতো টাকা না পাওয়া যায়, তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজের Grievance Registration বিকল্পে ক্লিক করুন৷ আবেদনকারীর অভিযোগ দাখিল বিভাগের অধীনে আপনি Registered applicant ও Not registered applicant এই দুটি বিকল্প দেখতে পাবেন। এরপর আপনি আপনার ক্ষেত্রে প্রযোজ্য বিকল্পটি বেছে নেবেন। আপনি যদি Not registered applicant নির্বাচন করেন, তাহলে আপনাকে গেস্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশনের পরে আপনার শংসাপত্রগুলি ব্যবহার করে লগ ইন করে প্রয়োজনীয় বিবরণ সহ অভিযোগ ফর্মটি পূরণ করতে হবে। এরপর Submit বাটনে ক্লিক করলে আপনার অভিযোগ নথিভুক্ত হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ছাড়া হবে ?

ভোটের জন্য এখন সব কাজ বন্ধ রয়েছে। এই ভোটপর্ব মিটলেই টাকা ছাড়া শুরু হবে। আগামী ৪ঠা জুন লোকসভা ভোটের রেজাল্টের পর ফের কাজ শুরু হবে। আর তখনই যাদের টাকা এপ্রুভ হয়নি, তাদেরটা এপ্রুভ করা হবে। আর যাদের টাকা এপ্রুভ হয়ে গেছে তাদের সেই টাকা ব্যাংকে ঢুকে যাবে।

আপনার টাকা এপ্রুভ হয়েছে কিনা বুঝবেন কীভাবে?

svmcm.wbhed.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার সময় যদি একটি পপ-আপ দেখতে পান, তবে তাতে ক্লিক করে Applicant Login অপশনে ক্লিক করতে হবে। নীচে দেওয়া আপনার অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি পূরণ করে, লগইন বিকল্পে ক্লিক করে Track Application অপশনে ক্লিক করে আপনার টাকা এপ্রুভ হয়েছে কিনা তা চেক করতে পারবেন (Swami Vivekananda Scholarship Payment)।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad