Taruner Swapno 2024: রাজ্য সরকার সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য সাহায্যার্থে নানান রকমেরই উদ্যোগ নিয়ে চলেছে, যার মধ্যে একটি হলো “তরণের স্বপ্ন” (Taruner Swapno 2024) প্রকল্প। এই প্রকল্পটি শুরু হয়েছে ২০২১ সাল থেকে এবং ওই বছর থেকেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে এই প্রকল্পের আওতায় প্রতিবছর ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়। এই বছর যেসকল ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক দেবে এবং যেসকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদের একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার ১০,০০০ টাকা দেওয়া হবে এই প্রকলের অধীনে। স্কুল শিক্ষা দপ্তর এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ুয়াদের সুষ্ঠুভাবে ট্যাবের টাকা তুলে দেওয়ার জন্য প্রকাশ করেছে ২৬ দফা গাইডলাইন।
বাজেট বৃদ্ধি ২০০০ কোটি টাকা
বিগত বছরের তুলনায় এবারের বাজেট বৃদ্ধি করে ২ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, কারণ রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে। তাই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত বছরগুলিতে বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে অনেক ছাত্রছাত্রীর টাকা পেতে সমস্যা হয়েছিল। এবার যাতে ছাত্রছাত্রীরা সেই সমস্যার সম্মুখীন না হন সেই কারণেই শিক্ষা দপ্তরের তরফ থেকে রাজ্যের স্কুলগুলিকে কড়া নির্দেশেও দেওয়া হয়েছে এবং প্রকাশ করা হয়েছে গাইডলাইন।
ছাত্র-ছাত্রীরা ট্যাবের টাকা কবে পাবে?
২০২২ সালে এই প্রকল্পের টাকা ১৪ই নভেম্বর শিশু দিবস এর দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। এরপর ২০২৩ সালে দেওয়া হয় ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরের দিন থেকে। সবদিক বিচার বিবেচনা করে দেখা যাচ্ছে যে, বিগত বছরগুলিতে তরুনের স্বপ্ন প্রকল্পের টাকা সেপ্টেম্বরের পর থেকে দেওয়া শুরু হয়েছে। বেশিরভাগ স্কুল ভর্তির সময় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের আধার কার্ড ও ব্যাংকের ডিটেলস সংগ্রহ করে নিয়েছে। তবে, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাংকের ডিটেলস এবং আধার কার্ড কিছু কিছু স্কুল ভর্তির সময় সংগ্রহ করলেও কিছু স্কুল আবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে রেজিস্ট্রেশনের সময় সংগ্রহ করবে বলে জানিয়েছে। স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সকল ছাত্রছাত্রীর ডিটেলস সংগ্রহ করে উঠতে না পারায় এই মুহূর্তে তরুনের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না, এই প্রকল্পের টাকা আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসের পর থেকে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে (Taruner Swapno 2024)।