Tax on Insurance Policy News : এক বিরাট পরিবর্তন এলো জীবন বীমা পলিসির নিয়মে! কি সেই নিয়ম? জানুন বিস্তারিত

Published On:

News Desk : গোটা দেশজুড়েকরোনা মহামারীর আগমনের পর থেকে জীবন বীমা পলিসি প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও আজও বেশিরভাগ মানুষ এটিকে কর বাঁচানোর উপায় হিসাবে দেখে থাকেন। সরকার, চলতি বছরেরঅর্থাৎ ২০২৩ সালের বাজেটে জীবন বীমা পলিসির নিয়মে এক বিরাট পরিবর্তন করেছে। কর সাশ্রয়ের উদ্দেশ্যে জীবন বীমা পলিসি গ্রহণকারী করদাতাদের এই বছর থেকে সমস্যায় পড়তে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য।

জীবন বীমা পলিসির নয়া নিয়ম

ভারত সরকার বাজেটে ঘোষণা করেছিল যে, জীবন বীমা পলিসির বার্ষিক প্রিমিয়াম পাঁচ লাখ টাকার বেশি হলে রিটার্নে আয়কর দিতে হবে। বুধবার, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পাঁচ লক্ষ টাকার বেশি জীবন বীমা পলিসিতে প্রদত্ত প্রিমিয়ামগুলিকে আয়ের অংশ হিসাবে গণ্য করা হবে এবং একটি আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

যদি একাধিক পলিসি থাকে সেক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য?

বীমা পলিসি সংক্রান্ত নতুন নিয়ম অনুযায়ী, একাধিক পলিসি থাকলে প্রতিটির প্রিমিয়াম একসঙ্গে গণনা করা হবে এবং যদি তাদের প্রিমিয়াম পাঁচ লাখ টাকার বেশি না হয়, তাহলে মেয়াদপূর্তিতে রিটার্ন হবে সম্পূর্ণ করমুক্ত, অর্থাৎ আয়করের ধারা ১০এর অধীনে বীমা পলিসির মেয়াদপূর্তিতে প্রাপ্ত পরিমাণের উপর আয়কর ছাড় পাওয়া যায়। তবে, প্রিমিয়ামের পরিমাণ যদি পাঁচ লাখ টাকার বেশি হয়, তাহলে মেয়াদপূর্তিতে প্রাপ্ত অর্থ আয়করের আওতায় আসবে।

কর অব্যাহতির বিকল্প থাকবে

আপনাদের জানিয়ে রাখি যে, যদিও জীবন বীমা পলিসির নিয়ম পরিবর্তন করা হয়েছে, করদাতাদের এখনও কর অব্যাহতির বিকল্প থাকবে। বাজেট ২০২৩ থেকে ২০২৪ অনুযায়ী, ইউলিপ পলিসি ছাড়া সমস্ত পলিসির ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার প্রিমিয়াম নিয়ম প্রযোজ্য হবে, এছাড়াও পলিসির মেয়াদপূর্তির আগে যদি বিমাকৃত ব্যক্তি মারা যান, অথচ তার প্রিমিয়াম পাঁচ লাখের বেশি, তাহলেও পুরো পরিমাণ আয়করের আওতার বাইরে থাকবে বলে জানা গেছে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad