Bhabishyat Credit Card : সুখবর! এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী! জানুন কি সুবিধা পাবেন

Published On:

News Desk : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন। পড়ুয়াদের জন্য কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্পগুলি বিশেষ জনপ্রিয়। সামনেই লোকসভা নির্বাচন। আর তার ঠিক আগেই পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য আরো এক নয়া প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের যুবক যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী চালু করতে চলেছেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প, যা ভবিষ্যত লোন প্রকল্প নামেও পরিচিত। রাজ্যের যুবক যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষার পর কর্মসংস্থানের ক্ষেত্রে পাবেন সরকারি সাহায্য। এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করা যাবে। নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্যের অসংখ্য যুবক যুবতীদের মুখে ফুটিয়েছে হাসি। এই প্রকল্পের অধীনে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গের যুবকদেরকে স্বল্প সুদে ঋণের সুযোগ দেওয়ার মাধ্যমে ব্যবসায়িক দক্ষতার সাথে সাহায্য করাই হলো এই ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্পের মূল লক্ষ্য। এর ফলে রাজ্যে বেকারত্বের সমস্যার অবসান ঘটিয়ে তরুণদের নিজস্ব ব্যবসা শুরু করে অর্থ উপার্জনের পথ প্রশস্ত করবে।

কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক অথবা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছে, তারা এই লোনের মাধ্যমে ব্যবসায় উন্নতি করতে পারবে, তবে একটি পরিবার থেকে শুধুমাত্র একজন ব্যক্তিই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ এর মধ্যে হতে হবে এবং আবেদনকারীকে ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কীভাবে আবেদন করবেন?

এই ভবিষ্যত ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আবেদন করার জন্য যোগ্য আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট www.bccs.wb.gov.in এ গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারেন। এমনকি, অফলাইনেও দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের এই আবেদনপত্র জমা দিতে কোনো ফি দিতে হবে না। এই প্রকল্পতে অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট www.bccs.wb.gov.in তে যেতে হবে। এরপর, হোমপেজের উপরে অ্যাপ্লাই বোতামে ক্লিক করতে হবে। তারপর একটি ব্যবহারকারী নিবন্ধন ইনপুট ফর্ম প্রদর্শিত হবে। সেখানে ক্লিক হেয়ার টু রেজিস্টারে ক্লিক করতে হবে। এরপরে, আবেদনকারীকে তার নাম, ইমেল আইডি, মোবাইল নম্বরের মতো বিশদ বিবরণ লিখে রেজিস্টার বোতামে ক্লিক করে নিজের নাম রেজিস্টার করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

এই প্রকল্পে আবেদনের জন্য কয়েকটি তথ্য প্রয়োজনীয়। সেই তথ্যগুলি হলো, আবেদনকারীর পুরো নাম, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং সম্পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, বিস্তারিত প্রকল্প প্রতিবেদন, কো অপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা, আবেদনকারীর স্বাক্ষর। এই প্রকল্প সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকলে আবেদনকারী সোম থেকে শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ০৩৩ ২২৬২২০০৪ এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad