Yoggyashree Scheme: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চালু করলেন নয়া প্রকল্প ‘যোগ্যশ্রী’! জানুন বিস্তারিত

Published On:

News Desk : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন বছরে চালু করলেন নতুন এক প্রকল্প, যার নাম ‘যোগ্যশ্রী’। সাধারণ মানুষের কথা বিবেচনা করেই এই নয়া প্রকল্পের ঘোষণা করেছেন। এখন প্রশ্ন কারা পাবেন এই যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা! কীভাবে আবেদন করবেন? এই সকল প্রশ্নের উত্তর আমরা দিতে চলেছে আজকের প্রতিবেদনে। আসুন জেনে নেওয়া যাক।

কারা পাবেন নয়া প্রকল্পের সুবিধা?

রাজ্যবাসীর কল্যাণ সাধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে একের পর এক প্রকল্প চালু করেছেন। রাজ্যের বিভিন্ন স্তরের মানুষজন সেই প্রকল্পগুলি সুবিধা পেয়ে থাকেন। রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষাকেন্দ্রিক বৃত্তি থেকে অন্যান্য আর্থিক সহায়তা, বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের তফশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প আগেই আনা হয়েছে। আগামিদিনে তারা যাতে আইআইটি এর মতো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা লাভ করতে পারে, তার জন্যই এবার চালু করা করা হয়েছে নতুন প্রকল্প, যায় নাম ‘যোগ্যশ্রী’ প্রকল্প। আজ অর্থাৎ ৮ই জানুয়ারি কলকাতার ধনধান্য পেক্ষাগৃহে নতুন এক প্রকল্পের শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রকল্পের সুবিধাগুলি কি কি ?

যোগ্যশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র ছাত্রীদের এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে JEE, NEET ও WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। JEE, NEET ও WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ প্রকল্পটি গত দুই বছর ধরে চালু রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্য জুড়ে বছরে ৩৬টি সেন্টারে ১৪৪০ জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র-ছাত্রীরা প্রশিক্ষণ গ্রহণ করেছে। রাজ্যের দেওয়া তথ্য অনুসারে জানা গেছে গত দু বছরে ২৮৮০ জন প্রশিক্ষণপপ্রাপ্ত ছাত্র ছাত্রীর মধ্যে ২২৫৪ জন টেকনিক্যাল কোর্সে, ৮ জন স্থান আইআইটিতে, ৫ জন আইআইআইটিতে, ১৪ জন এনআইটিতে, ৩৪ জন এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি হয়েছে। আর এই বিপুল সাফল্যে উদ্বুদ্ধ হয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটিকে পরিবর্ধিত করার পাশাপাশি প্রশিক্ষণের সময় ১৯৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৩২০ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৪ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৫০টি কেন্দ্রে নতুন করে প্রতি বছর ২০০০জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীরা বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে। এই প্রকল্পের আওতায় তফশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েদের সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য ব্যাংক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ, সরকারি বিভিন্ন সংস্থার ক্ষেত্রে গ্রুপ B, C এবং D ইত্যাদি পদের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে ছাত্রছাত্রীদের।

আবেদন পদ্ধতি

নবান্ন সূত্রে জানা গেছে যে, এই প্রকল্পে সুবিধা পেতে ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। www.wbbcdev.gov.in সাইটে গিয়ে আবেদন জানাতে হবে। রাজ্যের অনগ্রসর শ্রেনি কল্যাণ দফতর এর জন্য ৩০০ ঘণ্টার এবং ৬ মাসব্যাপী কোর্সের ব্যবস্থা করতে চলেছে, যেখানে প্রতিদিন ৪ ঘণ্টা করে সপ্তাহে ৩ দিন ক্লাসের সুবন্দোবস্ত থাকছে। এই প্রশিক্ষণের জন্য প্রতিটি জেলায় ২টি করে সেন্টার খোলা হবে। ২০২৩ থেকে ২০২৪ সেশনের জন্য ২৩টি সেন্টার থাকবে এবং পরবর্তী পর্যায়ে এর সংখ্যা বাড়বে বলে জানা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে বলেও জানা গেছে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad