Electricity Bill : একধাক্কায় তিনগুণ বাড়লো বিদ্যুতের বিল, আমজনতার কপালে পড়লো চিন্তার ভাঁজ, জানুন

Published On:

Electricity Bill : এবার মধ্যবিত্তের পকেটে পড়তে চলেছে ভালরকম টান। তরতরিয়ে বেড়ে গেল বিদ্যুতের বিল। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমন খবরই প্রকাশ্যে এসেছে। বর্তমানে বিদ্যুৎ বিল প্রতি ইউনিটে ৯ টাকা ২২ পয়সা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে।  বিলের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আমজনতার রীতিমতো মাথায় হাত। এখন সকলের একটাই প্রশ্ন কী কারণে হঠাৎ করে বেড়ে গেলো ইলেক্ট্রিসিটি বিল? চলুন জেনে নেওয়া যাক রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ও সাধারণ মানুষের বক্তব্য।

বিদ্যুৎ বিল সংক্রান্ত নতুন আপডেট

বর্তমানে বিদ্যুৎ বিল (Electricity Bill) সংক্রান্ত বিষয়ে একটি বড়ো আপডেট প্রকাশ্যে এসেছে। বর্তমানে বিদ্যুৎ বিল প্রতি ইউনিটে ৯.২২ টাকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক বিদ্যুৎ বিলে দেখা গেছে যে, বিদ্যুতের বিল ভালো পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আর এই বিষয়কে কেন্দ্র করে সমাজ মাধ্যমে শুরু হয়েছে হুলস্থুল কান্ড। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক এক বিদ্যুৎ গ্রাহকের অভিযোগ, বিদ্যুৎ বন্টনকারী সংস্থা, বিদ্যুতের ইউনিট প্রতি দাম অপরিবর্তিত রেখে স্ল্যাবের পরিমাণ কমিয়ে দিয়েছে।

পুরানো ট্যারিফে বিদ্যুৎ বিল প্রতি ইউনিটে কত?

ওল্ড ট্যারিফে এতদিন ৭৭ ইউনিট বিদ্যুতের জন্য ৫.০৪ টাকা, পরবর্তী ৫৮ ইউনিট বিদ্যুতের জন্য ৬.৩৩ টাকা, পরের ৯০ ইউনিটের জন্য ৭.১২ টাকা, পরবর্তী ২২৫ ইউনিটের জন্য ৭.৫২ টাকা এবং তারপরের ১৯৬ ইউনিট স্ল্যাবের জন্য ৭.৬৯ টাকা করে বিদ্যুৎ বিল ধার্য করা হতো। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক বিদ্যুৎ গ্রাহক একটি ভিডিওতে বিদ্যুৎ বিলের নতুন প্ল্যান দেখাচ্ছেন, যেখানে সাধারণ মানুষের থেকে বিদ্যুৎ কোম্পানী অনেকগুণ টাকা তুলে নিচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

নয়া ট্যারিফে বিদ্যুৎ বিল প্রতি ইউনিটে কত হবে?

রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার নিউ ট্যারিফে প্রথম স্ল্যাবে ২৫ ইউনিটের জন্য ৫.০৪ টাকা, এরপরের ১৯ ইউনিটের জন্য ৬.৩৩ টাকা, পরের ৩০ ইউনিট বিলের জন্য প্রতি ইউনিট ৭.১২ টাকা, তার পরবর্তী ৭৫ ইউনিট বিলের জন্য ৭.৫২ টাকা এবং এর পরবর্তী ৬৫ ইউনিট স্ল্যাবের জন্য ৭.৬৯ টাকা করে ধার্য করা হবে বলে জানা গেছে। বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিকেরা সংবাদমাধ্যমে ছড়ানো বিদ্যুৎ বিল বৃদ্ধি প্রসঙ্গকে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু এই নতুন ট্যারিফ আসায় বিদ্যুৎ বিলের (Electricity Bill) পরিমাণ একধাক্কায় তিনগুণ বাড়বে বলেই আশঙ্কা ওয়াকিবহাল মহলের।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad