LPG Gas Price : ফের কমলো রান্নার গ্যাসের দাম! কত হলো জেনে নিন

Published On:

LPG Gas Price : সামনেই লোকসভার নির্বাচন, আর তার আগেই দেশের মানুষদের স্বস্তি দিলো কেন্দ্র। আসলে রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) প্রায় অনেকটাই কমিয়েছে কেন্দ্র। গত কয়েক বছরে যে হারে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তরতরিয়ে বেড়েছিল তাতে মধ্যবিত্তদের পকেটে বেশ ভালোমত টান পড়েছে। বলা চলে একেবারে হাস ফাঁস অবস্থা, তবে এখন রান্নার গ্যাসের দাম খানিক কমেছে, যার ফলে গরীব ও মধ্যবিত্তরা স্বস্তির নিশ্বাস ফেলছেন। আসুন জেনে নেওয়া যাক গ্যাস সিলিন্ডারের দাম কোথায় কত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম কত?

বর্তমানে খনিজ তেল উত্তোলনকারী কোম্পানীগুলো গ্যাসের দাম কমালেও অঞ্চল ভেদে এই গ্যাস সিলিন্ডারের দামে (LPG Cylinder Price) রয়েছে খানিক পার্থক্য। সম্প্রতি ১৯ কেজি বানিজ্যিক রান্নার সিলিন্ডারের দাম ৩২ টাকা কমেছে। ৫ কেজি Free Trade LPG Cylinder এর দাম ৭ টাকা ৫০ পয়সা কমে হয়েছে ৩০১ টাকা। ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম কমে বর্তমানে হয়েছে ৮২৯ টাকা। তবে, আগে এই গার্হস্থ্য রান্নার সিলিন্ডারের দাম (Domestic LPG Gas Cylinder) ছিল ১১৫১.৫০ টাকা।

রাজ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ২৮ হাজার টাকা! আবেদন করুন শীঘ্রই

কোথায় কত দাম হয়েছে রান্নার গ্যাসের?

কলকাতায় এখন সিলিন্ডারের দাম ৩২২ টাকা কমে ৮২৯ টাকা হয়েছে। চেন্নাইতে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮১৯ টাকা ৫০ পয়সা এবং মুম্বাইতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮০২ টাকা ৫০ পয়সা। আপনাদের জানিয়ে রাখি যে, উল্লিখিত দাম দিয়ে রান্নার গ্যাস কেনায় সাধারন গ্যাসের ক্ষেত্রে ৭৯.৫০ টাকা ভর্তুকি (LPG Gas Subsidy) পাওয়া গেলেও উজ্বালা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় বছরে সর্বোচ্চ ১২টি গ্যাস সিলিন্ডারের প্রত্যেকতিতে ভর্তুকি পাওয়া যায় ৩৭৯.৫০ টাকা করে।

রান্নার গ্যাসের দাম কমে হয়েছে অর্ধেক

গতবছর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বর গার্হস্থ্য রান্নার সিলিন্ডারের দাম ছিল ১১৫১.৫০ টাকা এবং ভর্তুকির পরিমান ছিল ২৭৯.৫০ টাকা, অর্থাৎ গ্যাস সিলিন্ডারের দাম ছিল ভর্তুকি বাদে ৮৭২ টাকা। এবার ১৪.২ কেজি সিলিন্ডার দাম কমায় উজ্বালা যোজনার আওতায় থাকা গ্রাহকদের ৩৭৯.৫০ টাকা ভর্তুকি বাদে গ্যাসের দাম হচ্ছে ৪২৩ টাকা। বকা চলে রান্নার গ্যাসের দাম প্রায় কমে অর্ধেক হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad