LPG New Price : এক ধাক্কায় বাড়লো রান্নার গ্যাসের দাম! কত টাকা হলো নয়া মূল্য? জেনে নিন

Published On:

LPG New Price : তরতরিয়ে একলাফে বেড়ে গেলো রান্নার গ্যাসের দাম। আজ অর্থাৎ ১লা মার্চ থেকে বাড়ানো হল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। যদিও জল্পনা চলছিল মার্চ মাসের শুরুতেই গ্যাসের দাম বাড়ার, তবে ফেব্রুয়ারিতেই বেড়েছিল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। আবার ফের দাম বাড়ায় রীতিমতো মাথায় হাত সকলের।

প্রতি সিলিন্ডারের দাম ২৫.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে

আসলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ে কিংবা কমে। ফেব্রুয়ারিতে ১৪ টাকা করে দাম বাড়ানো হয়েছিল ১৯ কেজি সিলিন্ডারের। ফের মার্চে কেন্দ্র সরকার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে রেস্তোরাঁ ও হোটেল মালিকদের মাথায় বজ্রাঘাত ফেললো। চলতি মাসে প্রতি সিলিন্ডারের দাম ২৫.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। চলুন এক নজরে দেখে নিই এই ১৯ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম দেশের কোন শহরেও কত পরিমাণ বেড়েছে।

১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কোন শহরে কত?

গতকাল পর্যন্ত কলকাতায় (Kolkata) ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৮৮৭ টাকা, যা আজ এর দাম বেড়ে হয়েছে ১৯১১ টাকা। গতকাল দিল্লিতে (Delhi) এই সিলিন্ডারের দাম ছিল ১৭.৬৯.৫০ টাকা, যা আজ বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা। মুম্বাইতে (Mumbai) এই সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৭৪৯ টাকা এবং চেন্নাইতে এর দাম ১৯৬০ টাকা হয়েছে। ১৯ কেজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও ২০২৩ সালের আগস্ট মাসের পর থেকেই ১৪ কেজির এলপিজি সিলিন্ডারেরবদাম বাড়েনি। ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় ৯২৯ টাকা, দিল্লিতে ৯০৩ টাকা, মুম্বইতে ৯০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৯১৮.৫০ টাকা রয়েছে।

উল্লেখ্য, ১৯ কেজির গ্যাস সিলিন্ডারগুলো মূলত হোটেল কিংবা রেস্তোরাঁতে ব্যবহার করা হয়। এর ফলে এই এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির (LPG New Price)প্রভাব সরাসরি বাজারে বিক্রি হওয়া খাদ্য সামগ্রীর উপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad