News Desk : ৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিধানসভায় পশ্চিমবঙ্গের বাজেট (WB Budget 2024) পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটে সাধারণ মানুষের জন্য একের পর এক চমকের ঘোষণা করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। সরকারিকর্মীদের ডিএ থেকে সাধারণ মানুষের লক্ষীর ভান্ডার, ছাত্রছাত্রীদের জন্য মোবাইল ট্যাবলেট অনেক সুবিধার কথাই ঘোষণা করা হয়েছে এই বাজেটে। এমনকি এর পাশাপাশি শুরু হতে চলেছে নতুন প্রকল্প। আজকের প্রতিবেদনে রইলো সম্পূর্ণ তথ্য
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি
বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে তাদের বেতন বৃদ্ধির পাশাপাশি আর্থিক সুবিধা হবে। WB Budget 2024
লক্ষীর ভান্ডার প্রকল্পে অর্থ পরিমাণ বৃদ্ধি
সাধারণ এবং OBC সম্প্রদায়ের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে প্রতি মাসে ৫০০ টাকা ভাতা পেতেন। তবে, এবার থেকে দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ ৫০০ নয়, পাবেন ১০০০ টাকা। ৪০ লক্ষ পরিবারক সুবিধা পাবে এর থেকে। আবার অপরদিকে এসসি-এসটি সম্প্রদায়ের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বেড়ে ১২০০ টাকা করা হয়েছে।
আরো পড়ুন :- এবার আর ৫০০ নয়, মিলবে দ্বিগুণ! লক্ষীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত ১২০০ কোটি টাকা বরাদ্দ করল সরকার! জানুন
ছাত্রছাত্রীদের সহ পড়ুয়াদের জন্য সুবিধা
এখন উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সঙ্গে সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়ারাও অনলাইনে পড়াশোনার জন্য তরুণ্য স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাবলেট কেনার জন্য ১০ হাজার টাকা পাবে।
কর্মশ্রী প্রকল্প
আগামী মে মাস থেকে ‘কর্মশ্রী’ নামে এক নতুন প্রকল্প চালু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবক-যুবতীদের ১০০ দিনের কাজ দেওয়া হবে। WB Budget 2024
মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প
সকল মৎস্যজীবীদের জন্য ‘সমুদ্রসাথী’ প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে সরকারের তরফ থেকে প্রতি মাসে ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন মৎস্যজীবীরা।
৫০ দিনের কাজ
কেন্দ্রের ১০০ দিনের কাজের বিপরীতে রাজ্য সরকার ৫০ দিনের কাজ চালু করবে। এই প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকার মানুষদের কাজের সুযোগ দেওয়া হবে। WB Budget 2024
কী কী সুবিধা হবে রাজ্যবাসীর?
রাজ্য বাজেট (WB Budget 2024) সাধারণ মানুষের জন্য এক আশার আলো দেখিয়েছে। আর এই বাজেটের ফলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। এই যেমন এইবাজেটের ফলে রাজ্য সরকারি কর্মীদের আর্থিক সুবিধা হবে, মৎস্যজীবীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবে, গ্রামীণ এলাকার মানুষদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, ছাত্র-ছাত্রীরা অনলাইনে পড়াশোনাতে আরো বেশি সুযোগ সুবিধা পাবে, সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হবে।