News Desk : আর মাত্র কটা দিনের অপেক্ষা, আর তারপরেও দুয়ারে কড়া নাড়তে হাজির মাধ্যমিক পরীক্ষা। আর এই মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরের ২রা ফেব্রুয়ারি থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক। হাতে গোনা কটাদিন। আর তার আগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সাধারণত মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা জারি করে থাকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা জারি করে উচ্চশিক্ষা সংসদ, তবে এবার নির্দেশিকা জারি করেছে খোদ রাজ্য সরকার। কিছুদিন আগেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচির পরিবর্তন করেছে রাজ্য সরকার। এইবছর মাধ্যমিক পরীক্ষা সকাল ১১ টা ৪৫ মিনিটের বদলে সকাল ৯ টা ৪৫ মিনিটে শুরু হবে। আর বিষয়টি নিয়ে জোরালো বিতর্ক দেখা দেয়। এবার ফের কিছু নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। আসুন তবে জেনে নেওয়া যাক সে সম্পর্কে বিস্তারিত তথ্য।
নির্দেশিকা কী বলা হয়েছে?
রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা কয়েকদিন আগে নবান্নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চশিক্ষা সংসদের আধিকারিকরা ছাড়াও শিক্ষা দফতর, পরিবহণ দফতর, বিদ্যুৎ দফতর ও পুলিশের কর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন দফতরকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।
প্রথমত, মুখ্যসচিব, পুলিশকে কড়া নির্দেশ দিয়ে জানিয়েছেন, পরীক্ষার্থীরা নিয়ম বিরুদ্ধভাবে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকছে কিনা তা পরীক্ষা করতে পারবে না পুলিশের কনস্টেবল, কারণ তাতে পরীক্ষার্থীদের উপর পরীক্ষার আগে মানসিক চাপ সৃষ্টি হয়। তাই পরীক্ষার হলের মধ্যে ঢুকে যাওয়ার পর বিষয়টি শিক্ষকরা পরীক্ষা করে দেখবেন। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে অশান্তি, টুকলি ইত্যাদি সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে।
দ্বিতীয়ত, বিদ্যুৎ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার ফাইনাল পরীক্ষা চলাকালীন গ্রাম ও মফস্বল এলাকায় নীরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে, তা নিশ্চিত করতে।
তৃতীয়ত, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে একটি করে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে এবং সেই ক্যামেরার ফুটেজের উপর সর্বসময় একজন কনস্টেবলকে নজরদারি চালাতে হবে।
চতুর্থত, পরীক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
রাজ্যের পরিবহণ মন্ত্রী কী জানালেন?
রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহণ কর্তাদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেন যে, এবারে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসার দরুন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। পরীক্ষার দিনগুলোয় ভোর ৫ টা থেকে সরকারি বাস ও ফেরি চালানো হবে, যাতে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সুবিধা হয়। বেসরকারি পরিবহণ সংস্থাগুলিকে পরীক্ষার সময় সকাল থেকে অতিরিক্ত গাড়ি রাস্তায় নামানো এবং পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল ও উত্তর-পূর্ব সীমান্ত রেলকে রাজ্যে অতিরিক্ত ট্রেন চালানোর জন্য বলা হয়েছে।