WB Panchayat Recruitment 2024: পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটি বিশেষ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কোন কোন পদে আবেদন করা যাবে, আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি।
পদের নাম – এখানে মোট তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে। সেগুলি হলো Child Welfare Officer, Paramedical Staff, House Mother
এই সকল পদগুলি সম্পূর্ণরূপে অস্থায়ী। নিয়োগ করা হবে Children Home For Girls, Nadia জেলাতে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য।
বয়সসীমা – উল্লিখিত এই তিনটি পদের (WB Panchayat Recruitment 2024) ক্ষেত্রেই প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন –
পদের নাম বেতন
Child Welfare Officer 23,170
Paramedical Staff 12,000
House Mother 14,564
শিক্ষাগত যোগ্যতা – এখানে যেহেতু তিনটে পদে নিয়োগ করা হবে তাই প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা আলাদা। আসুন দেখে নেওয়া যাক।
১) Child Welfare Officer – এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে। এর পাশাপাশি দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২) Paramedical Staff – এই পদে আবেদনের জন্য প্রার্থীকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এর পাশাপাশি নার্সিং অথবা ফার্মেসীতে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। সংশ্লিষ্ট দপ্তরে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে সেই প্রার্থী অগ্রাধিকার পাবেন।
৩) House Mother – এই পদের জন্য আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং এর পাশাপাশি ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।
আরো পড়ুন:- গ্রামীণ জল দপ্তরে কর্মী নিয়োগ, বেতন ১১,০০০ টাকা! জেনে নিন বিস্তারিত
নিয়োগ পদ্ধতি – এখানে (WB Panchayat Recruitment 2024) প্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে মোট ৮০ নম্বরের। ইংলিশ, বাংলা, পাটিগনিত, জেনারেল নলেজ এবং কারেন্ট এফেয়ার্স ও জুভেনাইল জাস্টিস সম্পর্কিত বিষয় প্রশ্ন থাকবে। এরপর নেওয়া হবে কম্পিউটার টেস্ট। Child Welfare Officer পোষ্টের জন্য কম্পিউটার টেস্ট নেওয়া হবে, তবে বাকি দুটো পদের ক্ষেত্রে এই টেস্ট নেওয়া হবে না। এরপর ইন্টারভিউ নেওয়া হবে। Child Welfare Officer পদে ১০ নম্বরের এবং বাকি দুটো পদে ২০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি –এখানে (WB Panchayat Recruitment 2024) প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে তা পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা – The Soical Welfare Section, Office of The Magistrate, Nadia, Krishnanagar, Pin- 741101
আবেদনের শেষ তারিখ – ৭ই মার্চ, ২০২৪
নোটিশ ও আবেদন ফর্ম : Download Pdf