Success Story : কোনো মডেলের থেকে কম নয় এই মহিলা অফিসার! সপ্তাহে মাত্র ২ দিন পড়াশুনা করে উত্তীর্ণ হয়েছেন ইউপিএসসি

Published On:

News Desk :  ইউপিএসসি (UPSC) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ বিষয় নয়, তবে অনেক শিক্ষার্থী তাদের কঠোর পরিশ্রম ও সঠিক কৌশল অবলম্বন করে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই শিক্ষার্থীদের মধ্যে হরিয়ানায় বসবাসকারী এমন এক মহিলা অফিসারের সম্পর্কে আজ আমরা বলতে চলেছি, যার গল্প একেবারেই আলাদা। আমরা কথা বলছি দেবযানী সিংহের সম্পর্কে, যিনি সপ্তাহে মাত্র ২ দিন পড়াশোনা করে ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির স্থাপন করেছেন। আসুন জেনে নেওয়া যাক সেই অফিসারের সাফল্যের কাহিনী (Success Story)।

দেবযানী সিংহের সাফল্যের গল্প

দেবযানী সিংহ(Devjani Singh), চণ্ডীগড় স্কুল থেকে দশম এবং দ্বাদশ  শ্রেণী পাশ করেছেন। এরপর তিনি ২০১৪ সালে পিলানির বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সের গোয়া ক্যাম্পাসে ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হন এবং সেখান থেকে তিনি স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পরে দেবযানী ইউপিএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন।এর জন্য তিনি অবিলম্বে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন, তবে দেবযানী এত সহজে সাফল্য পাননি। Success Story

আরো পড়ুন:- স্টেশনে একসময় কুলির কাজ করা ছেলেটা আজ শ্রীনাথ অফিসার! জানুন শ্রীনাথ শ্রীনাথের সাফল্যের গল্প

চতুর্থ প্রচেষ্টায় সাফল্য

২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালের টানা তিন বছর ইউপিএসসি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে তিনি তার চতুর্থ প্রচেষ্টায় সাফল্য অর্জন করেন। আপনাদের জানিয়ে রাখি যে, দেবযানী প্রথম দুটি প্রচেষ্টায় ইউপিএসসি প্রিলিম্সও ক্লিয়ার করতে পারেননি। তৃতীয় প্রচেষ্টায় তিনি ইন্টারভিউ রাউন্ডে পৌঁছেছিলেন, কিন্তু চূড়ান্ত তালিকায় তার নাম আসেনি। দেবযানী হাল ছাড়েননি এবং ২০১৮ সালে তাঁর চতুর্থ প্রচেষ্টায় সর্বভারতীয় ২২২তম স্থান অর্জন করেন ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। Success Story

ভারতে ১১তম স্থান অর্জন

দেবযানীকে তার পদমর্যাদা অনুযায়ী সেন্ট্রাল অডিট ডিপার্টমেন্টে নিযুক্ত করা হয়। এরপর শুরু হয় তার প্রশিক্ষণ। দেবযানী তার পদমর্যাদা নিয়ে খুশি ছিলেন না। তাই তিনি আরো একবার ইউপিএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে তিনি তার প্রশিক্ষণের কারণে পরীক্ষার প্রস্তুতির জন্য বেশি সময় দিতে পারেননি। এই পরিস্থিতিতে, তিনি শুধুমাত্র সপ্তাহান্তে অর্থাৎ শনিবার এবং রবিবার পরীক্ষার জন্য পড়তেন। সপ্তাহে দুই দিন প্রস্তুতির ফলে  দেবযানী ২০১৯ সালে সারা ভারতে ১১তম স্থান অর্জন করে এই পরীক্ষায় উত্তীর্ণ হন। আজ তার  সাফল্যের গল্প (Success Story) সকলকে অনুপ্রেরণা যোগাবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad