Sarva Shiksha Abhiyan Recruitment 2024: সুখবর! এবার সর্বশিক্ষা অভিযানে ২ লক্ষ শূন্যপদে নিয়োগ! জানুন বিস্তারিত

Last Updated:

Sarva Shiksha Abhiyan Recruitment 2024: এবার পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত কর্ম প্রার্থীদের জন্য  রয়েছে বিরাট সুখবর। সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে একাধিক স্কুলে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে (Sarva Shiksha Abhiyan Recruitment 2024)। এখানে নতুন করে ২ লক্ষ ৪০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। কীভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স, বেতন প্রভৃতি সমস্ত তথের হদিস রইলো আজকের প্রতিবেদনে। আসুন দেখে নেওয়া যাক এক নজরে। Sarva Shiksha Abhiyan Recruitment 2024

পদের নাম – এখানে একাধিক পদে কর্মী নিয়োগ চলছে, যেমন- Primary Teacher, Lab Technician, Computer Teacher, Clerk (Peon), কার্যালয় স্টেপ কর্মী ইত্যাদি।

মোট শুন্যপদ – মোট ২লক্ষ ৪০ হাজার ৬১টি শুন্যপদ রয়েছে।

Post Name              Vacancy

Primary Teacher       98,405
Lab Technician         18,650
Computer Teacher   72,842
Clerk (Peon)              20,300
কার্যালয় স্টেপ কর্মী     25,964
Total                          2,36,161

বয়সসীমা – সংশ্লিষ্ট পদে (Sarva Shiksha Abhiyan Recruitment 2024) আবেদন করতে চাইলে, প্রত্যেকটি পদের জন্য আলাদা বয়স লাগবে। প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।

বেতন – যেহেতু এখানে ভিন্ন ভিন্ন পদে নিয়োগ চলছে, তাই প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতনসীমা রয়েছে। নিম্নে তা আলোচনা করা হলো।

আরো পড়ুন:- এবার রাজ্যের জমি রেজিস্ট্রি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, অনলাইনে চলছে আবেদন প্রক্রিয়া

Post Name             Salary

Primary Teacher      43,300
Lab Technician         39,500
Computer Teacher   37,700
Clerk (Peon)              22,700
কার্যালয় স্টেপ কর্মী     33,500

শিক্ষাগত যোগ্যতা – পদ অনুযায়ী এখানে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের এখানে (Sarva Shiksha Abhiyan Recruitment 2024) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে সংস্থার অফিশিয়াল পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিয়ে সঠিকভাবে ফর্ম পূরন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। এরপর সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে তা রাখতে হবে।

অফিশিয়াল নোটিশ : Coming Soon

আবেদন লিঙ্ক : Coming Soon

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad