News Desk: ৫০০ টাকার নোটের রূপ বদলের পর এবার বদল ঘটতে চলেছে নোটের ওপরে থাকা গান্ধীর ছবিতেও। আরে দাড়ান দাড়ান অবাক হবেন না। আসলে আজকাল সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যা নিয়ে মানুষের মধ্যে শোরগোল পড়ে গেছে। আসলে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি বর্তমানে ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর বদলে ভগবান শ্রী রাম কিংবা রাম মন্দিরের ছবি। ব্যাস এই ছবিগুলিকে ঘিরে স্বাভাবিকভাবেই হৈ হৈ কাণ্ড।
ভাইরাল হয়েছে ৫০০ টাকার নোটের ছবি
চলতি বছরের ২২শে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। রাম মন্দিরে উদ্বোধনকে ঘিরে সকলের মধ্যে এক আলাদাই উত্তেজনা কাজ করছে। এখন সর্বত্র যেন রামময়। ঐদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৫০০ মিটার পথ রামলালাকে কোলে করে নিয়ে রাম মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ করবেন। সেই অনুষ্ঠানে হাজির থাকার জন্য দেশের তাবড় তাবড় ব্যক্তিদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এসবেরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি নিয়ে মানুষের জল্পনা তুঙ্গে। ৫০০ টাকার নোটে গান্ধীজির ছবির বদলে ভগবান রামের ছবি দেখে সকলের চক্ষু চরক গাছ।
প্রশ্ন জেগেছে সকলের মনে
কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার পর বর্তমানে এই ৫০০ টাকার নোটই ভারতীয় অর্থনীতিতে সবচেয়ে বেশি মূল্যমানের নোট, যেখানে রয়েছে জাতির জনক মহাত্মা গান্ধির ছবি, কিন্তু সেখানে রামলালার ছবি জায়গা পাওয়ায় জল্পনা আর বিতর্ক তুঙ্গে। অনেকেরই মনে প্রশ্ন জাগছে, তবে কি কেন্দ্রীয় সরকার গান্ধীর ছবির বদলে ভগবান রামের ছবি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে? তাহলে কি এবার রামময় হবে ভারতীয় টাকাগুলি? ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের তকমা ঘুচিয়ে কি ভারতবর্ষ এবার সরাসরি হিন্দু রাষ্ট্রে পরিণত হবে?
৫০০ টাকার নোটটি ফটোশপে বানানো
নানা মুনির নানা মত খন্ডন করে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় রামলালার ছবি সম্বলিত যে ৫০০ টাকার নোট ভাইরাল হয়েছে, আসলে সেটি ভুয়ো। সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী ‘NK6410582’ ভাইরাল পোস্টটি শেয়ার করেছেন, যেখানে লেখা রয়েছে, “মোদী সরকারের সিদ্ধান্ত, মহাত্মা গান্ধীকে নোট থেকে সরানো হয়েছে। এখন নোটে শ্রীরামের ছবি লাগানো হবে, যারা একমত তাঁরা অনুসরণ করুন…!” এই ছবিটি আসলে ফটোশপ দিয়ে বানানো। ছবি বদলানোর বিষয়ে কেন্দ্রীয় সরকার বা আরবিআই-এর তরফ থেকে কোনোরকম বিবৃতি পেশ করা হয়নি।