DSSSB Teacher Recruitment 2024: এবার ৫,১১৮টি শুন্যপদে শিক্ষক নিয়োগ! শীঘ্রই আবেদন করুন

Published On:

News Desk : আপনি কি শিক্ষকতা করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার দারুন সুযোগ। Delhi Subordinate Services Selection Board (DSSSB)  এর পক্ষ থেকে সম্প্রতি বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (DSSSB Teacher Recruitment 2024) । ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোন নাগরিক এখানে আবেদন জানাতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত।

পদের নাম – Trained Graduate Teacher & Drawing Teacher

শূন্যপদ – ৫,১১৮টি

বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন। DSSSB Teacher Recruitment 2024

বেতন – আলাদা আলাদা লেভেলের বেতন দেওয়া হবে প্রতিটি পদের ক্ষেত্রে। আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে কোন পদে কত বেতন দেওয়া হবে তা দেখে নিতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা – উল্লিখিত পদের (DSSSB Teacher Recruitment 2024) জন্য যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন কিংবা পোষ্ট-গ্রাজুয়েশন, CTET পাশ যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। কিছু পদে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।

আরো পড়ুন:- এবার জেলায় নতুন ICDS কর্মী নিয়োগ! শীঘ্রই আবেদন করুন

আবেদন পদ্ধতি – এখানে (DSSSB Teacher Recruitment 2024) অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রথমে, সংস্থার অফিশিয়াল পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য যথাক্রমে নাম, ঠিকানা, জন্ম তারিখ, ইমেল, ফোন নম্বর দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ফোটো, সিগনেচার আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে সবশেষে ফর্মটি সাবমিট করে, সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে।

আবেদন ফি – এখানে জেনারেল/OBC প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে এবং SC/ST/PWD/মহিলা প্রার্থীদের কোনোরকম ফি দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ – ৮ই মার্চ, ২০২৪

অফিশিয়াল নোটিশ  : Download Pdf

আবেদন লিঙ্ক : Click Here

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad