News Desk : ভারতীয় অর্থনীতি বর্তমানে প্রযুক্তি, ব্যবসা, পরিষেবা ক্ষেত্রে বিপুল উন্নতি করলেও আজও ভারতের জিডিপিতে কৃষি ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি। ভারত কৃষি প্রধান দেশ, তবে দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয়। কৃষকদের উন্নতি সাধনে এবার কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্প বা পিএম কিসান যোজনা। খরা, বন্যার প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় কিংবা বাজারের ওঠা পড়ার কারণে এ দেশের দরিদ্র কৃষকরা সর্বদা ক্ষতির সম্মুখীন হন। সেই সমস্যা থেকে দেশের কৃষকদের খানিক পরিমাণ মুক্তি দিতে তাদের জন্য কেন্দ্রীয় সরকারের নয়া পদক্ষেপ।
দেশের ১১.২৭ কোটি কৃষক পান সরকারের থেকে আর্থিক অনুদান
কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের বছরে ৬,০০০ টাকা করে আর্থিক অনুদান দেয়। এই অর্থ বছরে তিনটি পর্যায়ে ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। তবে, নতুন বছরের শুরুতেই দারুন খবর। পিএম কিসানের অনুদানের অর্থ সম্ভবত দ্বিগুণ হয়ে যেতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের ১১.২৭ কোটি কৃষক বর্তমানে সরকারের থেকে আর্থিক অনুদান পান। কৃষকরা ইতিমধ্যেই এই প্রকল্পের ১৫টি কিস্তির টাকা পেয়ে গেছেন এবং বর্তমানে ১৬তম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন কৃষকরা। আর এরই মাঝে এই দুর্দান্ত সুখবর।
টাকার পরিমাণ হবে দ্বিগুণ
টাকার পরিমাণ দ্বিগুণ হলে ৬০০০ এর পরিবর্তে ভারতের কৃষকরা বছরে ১২,০০০ টাকা করে পাবেন, তবে সকল কৃষকরা এই সুবিধা নাও পেতে পারেন। সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সরকার মূলত মহিলা কৃষকদের বছরে ১২ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করতে পারে বলে শোনা যাচ্ছে। আগামী ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আসন্ন লোকসভা ভোটের আগে বিজেপি দেশের ক্ষুদ্র কৃষক সমাজকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, যার প্রতিফলন দেখা যেতে পারে আসন্ন বাজেট অধিবেশনে।
মহিলা কৃষকদের অনুদান বৃদ্ধি
আগামী ৩১শে জানুয়ারি শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। তার ঠিক পরের দিন অর্থাৎ ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন। সেখানেই পিএম কিসান যোজনা নিয়ে বড় চমক আসতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন যে, অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পিএম কিসান যোজনায় মহিলা কৃষকদের দেওয়া অনুদানের পরিমাণ বৃদ্ধি করতে পারেন।