Madhyamik Exam Tips : এবার মাধ্যমিক পরীক্ষায় ভৌত বিজ্ঞানে ১০০ তে ১০০ পাওয়া জলভাত! জেনে নিন কিছু টিপস

Published On:

News Desk : মাত্র আর কয়েকটাদিন বাকি মাধ্যমিক পরীক্ষার। তারপর শুরু হয়ে যাবে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক হলো পড়ুয়াদের কাছে জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। এবারের মাধ্যমিক নিয়ে প্রায় আপডেট আসছে। এবারের পরীক্ষার দিন অন্যবারের তুলনায় কিছুটা এগিয়ে এলেও প্রস্তুতির জন্য পড়ুয়ারা যথেষ্ট সময় পেয়েছে, তবে পরীক্ষায় সময় এগিয়ে আসা নিয়ে অনেকেই প্রতিবাদ জানিয়েছে। যাইহোক, মাধ্যমিক যেহেতু একেবারেই দোরগোড়ায় তাই সকল পরীক্ষার্থী বেশ ভালোমত প্রস্তুতি নিয়েছে বলেই আশা করা যায়। তবে অনেকের মনেই ভীতি রয়েছে অংক এবং বিজ্ঞান বিষয় নিয়ে। তবে কিছু টিপস ফলো করলেই এই ভীতি দূর করা সম্ভব। তাই পরীক্ষার এই শেষ বেলায় আমরা সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু মূল্যবান টিপস নিয়ে হাজির হয়েছি, যা ভৌতবিজ্ঞান বিষযয়ে ভীতি কাটাতে সক্ষম। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।

টিপস ১

মাধ্যমিকে যে বিষয়ে ভালো নম্বর পাওয়া সম্ভব তা হলো ভৌতবিজ্ঞান। মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে ভৌত বিজ্ঞানে ভালো ফলাফল করতেই হবে। আর ভৌত বিজ্ঞান যথেষ্ট সহজ একটি বিষয়, কিন্তু নানান কারণে এই বিষয়টি নিয়ে পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় ও মনে ভীতি দেখা দেয়। ভৌত বিজ্ঞানের সিলেবাসের বিস্তৃতির কারণে অনেক পরীক্ষার্থী একটু বিভ্রান্ত হয়ে পড়ে। তাই ভৌত বিজ্ঞান পরীক্ষার দিন সকাল থেকে মনকে একেবারে শান্ত রাখতে হবে। ধীর স্থির ভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে মনোসংযোগ করার চেষ্টা করাটা জরুরি। একটু মন শান্ত করে পরীক্ষায় বসলে সমস্ত ভীতি মন থেকে দূর হয়ে ভালো ফলাফল করা সহজ। 

টিপস ২

ভৌত বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পর বিভ্রান্ত হলে চলবে না। খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে প্রশ্নপত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। পরীক্ষা শুরুর আগের প্রথম ১৫ মিনিট ভালমতো প্রশ্নপত্র পড়তে হবে, যাতে সহজ প্রশ্নগুলিকে শনাক্ত করে আগে লেখা যায় এবং তুলনা মূলক কঠিন প্রশ্নগুলি পরে লেখা যায়।

টিপস ৩

পরীক্ষায় খাতায় সবসময় জানা বিষয়গুলি আগে লিখতে হয়। তারপর অজানা বিষয়গুলি। তাহলে উত্তরপত্রের শুরুতেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এবং খাতার মান সঠিক থাকে।

টিপস ৪

ভৌত বিজ্ঞানের প্রশ্ন পার্ট মার্কিংয়ে ব্যাপকভাবে বিভাজিত থাকে। উত্তর লেখার সময় সঠিকভাবে প্রতিটি পার্ট মার্কিংকে চিহ্নিত করতে হবে। পারলে একই জায়গায় একটি প্রশ্নের সব কটি পার্টের উত্তর লিখতে হবে। পরীক্ষকের এতে  খাতা দেখতে সুবিধা হবে, ফলে নম্বর কেটে নেওয়ার সম্ভবনা থাকবে না।

টিপস ৫

ভৌত বিজ্ঞান পরীক্ষায় পারলে অঙ্কের প্রশ্ন অ্যাটেন্ড করা প্রয়োজন, তাতে সম্পূর্ণ নম্বর পাওয়া যায়। ভৌত বিজ্ঞানে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটি পার্ট থাকে। পড়ুয়াদের মধ্যে কেউ ফিজিক্স পার্ট, তো কেউ আবার কেমিস্ট্রি পড়তে ভালোবাসে, কিন্তু মাধ্যমিকে ভালো নম্বর পেতে হলে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো পার্টেই সমানভাবে ভালো নম্বর তোলা প্রয়োজন তুলতে হবে, নাহলে ভালো নম্বর আসবে না।

টিপস ৬

টেস্ট পেপারের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রত্যেকটি পেজ কভার করাটা দরকার, যাতে কোনো অংশ বাকি না থাকে। তাহলেই অনেকটা সহজ হবে পরীক্ষার হলে বসে সমস্ত প্রশ্নের উত্তর করা।

এই সকল বিষয় গুলি মাথায় রেখে পরীক্ষার প্রস্তুতি নিলে মাধ্যমিক পরীক্ষার্থীরা খুব সহজেই বেশ ভালো নম্বর তুলে ফেলতে পারবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad