Infosys Recruitment 2024 : এবার রাজ্যে ৩১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত

Published On:

Infosys Recruitment 2024 : বর্তমানে বেকারত্বের পরিমাণ গড়গড়িয়ে বৃদ্ধি পাচ্ছে। কিছু চাকরিপ্রার্থী দেশের বৃহৎ আইটি সংস্থায় কাজের জন্য বাইরে চলে গেছে। তবে, এবার রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন এক সুখবর। দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থা ইনফোসিস (Infosys) এবার রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এলো সুসংবাদ। কাজের জন্য বাইরে যেতে হবে না চাকরি প্রার্থীদের। রাজ্য থেকেই কাজের সুযোগ মিলবে এই বৃহৎ আইটি সংস্থায়। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দেশের সবচেয়ে বৃহৎ আইটির সংস্থায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আজকের এই প্রতিবেদনে রইলো নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য। আসুন জেনে নেওয়া এক নজরে।

২০১৯ সালের জানুয়ারি থেকে কাজ শুরুর পরিকল্পনা

দেশের সর্ববৃহৎ আইটিআই সংস্থা ইনফোসিস (Infosys Recruitment 2024) , পশ্চিমবঙ্গের রাজারহাটের মানি কাসাডোনায় ৪০,০০০ স্কোয়ার ফুটের অফিস অধিগ্রহণ করে। গত ২০১৮ সালের আগস্ট মাসে এই বৃহৎ আইটি কোম্পানীর তরফ থেকে কলকাতায় নিজেদের এক সংস্থা তৈরীর কথা ঘোষণা করা হয়। আর এই সংস্থাটি গড়ে তোলার জন্য কলকাতার নিউ টাউনে ৫০ একর জমিও কেনে এই সংস্থাটি। ২০১৯ সালের জানুয়ারি থেকে কোম্পানীর তরফ থেকে কাজ শুরুর পরিকল্পনা শুরু করা হলেও করোনা মহামারী সময় কোম্পানীর সেই পরিকল্পনা ব্যর্থ হয়, যার ফলে কাজ শুরু করা সম্ভব হয়ে ওঠে না। 

আরো পড়ুন:- ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন শুরু ১৯,৯০০ টাকা, জানুন বিস্তারিত

কলকাতায় ইনফোসিসের ক্যাম্পাস তৈরির কাজ প্রায় শেষ

করোনার পর দেশের বৃহৎ আইটি সংস্থাটি ফের রাজ্যে নিজেদের সংস্থা গড়ে তোলার পরিকল্পনা নেয়। গত বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে কোম্পানীর তরফ থেকে জানানো হয় যে, কলকাতায় ইনফোসিসের ক্যাম্পাস তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। রাজ্য সরকারের এক আধিকারিক জানান যে, করোনার কারণে ক্যাম্পাস তৈরির কাজ শেষ করতে দেরি হয়েছে। এই ক্যাম্পাসটি সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পর যেসকল প্রার্থীরা বাইরে গিয়ে ইনফোসিসে কাজ করছেন, তারা রাজ্যে ফিরে এই সংস্থায় কাজ করতে পারবেন, যা সকলের জন্যই অত্যন্ত খুশির খবর।

৩১০০ চাকরিপ্রার্থীর কর্মসংস্থান

রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে, এই আইটি সংস্থায় (Infosys Recruitment 2024) প্রায় ৩১০০ চাকরিপ্রার্থী কাজের সুযোগ পাবেন। এর ফলে রাজ্যে বেকারত্বের সমস্যা কিছুটা হলেও মিটবে এবং চাকরি প্রার্থীদের কর্ম সংস্থান হবে। তবে, এই বৃহৎ আইটি সংস্থার কাজ কবে থেকে শুরু হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি সংস্থাটির তরফ থেকে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই শুরু হবে এই কাজ।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad