Vidyut Sahayak Recruitment 2024 : সুখবর! এবার বিদ্যুৎ সহায়ক পদে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

Published On:


Vidyut Sahayak Recruitment 2024 : বিরাট সুখবর রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য। বিদ্যুৎ দপ্তরে সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের উপযুক্ত যোগ্যত সম্পন্ন যেকোনো প্রার্থী ‌এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। চলুন জেনে নিই আবেদন পদ্ধতি, বয়সসীমা, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত যাবতীয় তথ্য।

নিয়োগ সংস্থা – Maharashtra State Electricity Distribution Co. Ltd.

পদের নাম – বিদ্যুৎ সহায়ক

শূন্যপদ – ৫৩৪৭টি

বয়সসীমা – এই পদে (Vidyut Sahayak Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের নিচে হতে হবে।

বেতন – উক্ত পদের জন্য প্রার্থীদের প্রতি মাসে পদের নিয়ম অনুসারে বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীদের এই পদে আবেদন করার জন্য স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এছাড়াও যেকোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান অথবা ওয়ারম্যান ইত্যাদি বিষয়ে ডিগ্রী অর্জন করতে হবে।

আবেদন পদ্ধতি – এখানে (Vidyut Sahayak Recruitment 2024) প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে। তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে। নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ – ১৯শে এপ্রিল, ২০২৪

অফিশিয়াল ওয়েবসাইট : www.mahadiscom.in

Apply Link : View Now

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad