News Desk : এবার পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য রাজ্যের অধীনস্থ জেলা পরিষদ দপ্তরে রয়েছে চাকরির দারুন সুযোগ! উচ্চমধ্যমিক পাশ যোগ্যতাতেও করতে পারবেন আবেদন। আজকের প্রতিবেদনে রইলো নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় জেলা পরিষদ দপ্তর গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি জেলা পরিষদ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা পরিষদের পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চমধ্যমিক পাস যোগ্যতার আবেদনকারীরা এখানে আবেদন করতে পারবেন। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩টি জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে রইলো আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতনের বিস্তারিত তথ্য। আসুন জেনে নেওয়া যাক।
পদের নাম- Medical Officer
মোট শূন্যপদ- ৩৬টি।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ সহ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৬,০০০ টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী, তপশিলি কিংবা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর নোটিফিকেশনের নিচে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর নোটিফিকেশনে উল্লিখিত ডকুমেন্টগুলি পূরণ করা আবেদন পত্রের সঙ্গে একত্রে করে সম্পূর্ণ আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক অফিসে জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০২৪।
Notification | Click here |
Apply Now | Click here |