কেন্দ্র সরকার নিলো সংগঠিত কড়া পদক্ষেপ! জানুন বিস্তারিত

Published On:

News Desk : বর্তমানে গোটাবাংলা যেন দুর্নীতিতে ছেয়ে গেছে। এখন গোটা রাজ্যজুড়ে তোলপাড় চলছে রেশন দুর্নীতি নিয়ে। এই রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে জেলবন্দী। ইডি ও কেন্দ্রীয় বাহিনী, ঘটনার তদন্ত করতে গিয়ে সন্দেশখালিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহাজানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছে। এর ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তাপ রয়েছে চরমে। আর ঠিক এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এবার রেশন ব্যবস্থার লাগাম তুলে নিলো নিজের হাতে।

কেন্দ্র সরকারের নয়া নির্দেশিকা জারি

আসলে এতদিন ধরে রেশনের বিনামূল্যের খাদ্যশস্য কেন্দ্রীয় সরকার যোগান দিলেও রেশন ডিলাররা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে ছিল, তবে কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, এবার থেকে রেশন সংক্রান্ত সমস্ত তথ্য প্রতি মুহূর্তে কেন্দ্রকে জানাতে হবে। কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক এই নির্দেশ জারি করেছে দেশের প্রতিটি রাজ্য সরকারের উদ্দেশ্যে। রেশন ব্যবস্থায় দুর্নীতি ঠেকাতে কেন্দ্র সরকার তাদের নির্দেশিকায় কতগুলো বিষয় স্পষ্ট করে দিয়েছে।

কেন্দ্র সরকারের নয়া নির্দেশিকায় কী কী বলা হয়েছে?

প্রথমত,  প্রত্যেক রেশন ডিলার কতটা খাদ্যশস্য তুলল এবং গ্রাহকরা প্রতিমাসে ডিলারের থেকে কতটা খাদ্যশস্য তুলল তার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাজ্য খাদ্য দফতরকে জমা দেবে রেশন ডিলাররা। কেন্দ্রীয় সরকার এরপর রাজ্যের থেকে সেই হিসেবে বুঝে নেবে।

দ্বিতীয়ত, কোনো গ্রাহক মারা গেলে তার রেশন কার্ড বাতিল হলে তা সঙ্গে সঙ্গে কেন্দ্রকে জানাতে হবে। এমনকি যারা নতুন রেশন গ্রাহক হবে তাদের নামও কেন্দ্রকে জানতে হবে।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ কী বললেন?

এই নির্দেশিকার মাধ্যমে রেশন বন্টনের উপর কেন্দ্রের লাগাম বেশ জোরদার হলো। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ নিয়ে অনেকে হইচই করলেও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বিশেষ চিন্তিত নন। তিনি জানিয়েছেন, “বাংলার রেশন ব্যবস্থার গোটাটাই বর্তমানে অনলাইন হয়ে গেছে। এর ফলে এই বিষয়ে আলাদা করে কেন্দ্র সরকারকে হিসাব দেওয়ার মতো কিছু নেই। কেন্দ্র সরকার চাইলেই যেকোনো সময় আপডেটের হিসেব দেখতে পাবে। তিনি আরো বলেন যে, দেশের অন্যান্য বেশকিছু রাজ্যে এখননো রেশন ব্যবস্থা অনলাইন নয়। হয়তো তাদের জন্যই কেন্দ্র সরকার এই নির্দেশিকা জারি করেছে।”

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad