WB Panchayat Samiti Peon Vacancy 2024 : এবার জেলায় পিওন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন ১৭,০০০ টাকা, জানুন আবেদন পদ্ধতি

Published On:

WB Panchayat Samiti Peon Vacancy 2024 : রাজ্যের সকল বেকার যুবক যুবতীদের জন্য নতুন কাজের সন্ধান দিতে SSC Tricks ফের হাজির। এবার পঞ্চায়েত সমিতির মাধ্যমে পিয়ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয় এখানে আবেদনযোগ্য। আসুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত।

নিয়োগ সংস্থা – WB Panchayat Bodies (2024-2025) Panchayat Samiti

পদের নাম – Peon

বয়স সীমা – সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলে, তবেই আবেদন করা যাবে, এছাড়া SC-ST-OBC প্রার্থীদের জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে। আরো বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

বেতন – সংশ্লিষ্ট পদের জন্য প্রতিমাসে প্রার্থীদের প্রতিমাসে ১৭,০০০ টাকা থেকে শুরু করে ৪৩,৬০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 

আরো পড়ুন:- ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন শুরু ১৯,৯০০ টাকা, জানুন বিস্তারিত

শিক্ষাগত যোগ্যতা – ইচ্ছুক প্রার্থীদের উল্লিখিত পদে (WB Panchayat Samiti Peon Vacancy 2024) আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। এর পাশাপাশি বাংলা পড়া ও লেখার জ্ঞান থাকতে হবে, তবেই এখানে আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষা (MCQ) ও ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে, যেখানে ৪৩ নম্বরের লিখিত পরীক্ষা ও ৭ নম্বরে ইন্টারভিউর মাসমে নিয়োগ সম্পন্ন হবে।

পরীক্ষার সিলেবাস – বাংলা -১৩, ইংরেজি – ১০, অ্যারিথমেটিক – ১০, জেনারেল নলেজ ১০ ইত্যাদি সবমিলিয়ে ৪৩ নম্বরে একটি পরীক্ষা এবং ৭ নম্বরের ইন্টারভিউ হবে।

আবেদন পদ্ধতি – উল্লিখিত পদে  (WB Panchayat Samiti Peon Vacancy 2024) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করে, যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে এবং সবশেষে নির্দিষ্ট তারিখ এবং সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইট : wbprms.in

অফিশিয়াল বিজ্ঞপ্তি : Download Now

Apply Online : Click Here

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad