Success Story : ১৫০ বার হন প্রত্যাখ্যান! হার না মেনে আজ ৬৪ হাজার কোটি টাকার কোম্পানীর মালিক

Published On:

News Desk : বিখ্যাত সিনেমার ডায়লগ “হার কার জিতনে বালোকো বাজিগর কেহেতে হে”। আমাদের চলার পথে অনেক সময় অনেক রকম বাধা আসে। অনেকেই সেই বাধার সম্মুখীন হয়ে ঘাবড়ে গিয়ে পিছিয়ে যান, আবার কেউ কেউ এমনও রয়েছেন, যারা সেই বাধাকে অতিক্রম করে আরো সামনের দিকে এগিয়ে গিয়ে জীবনে প্রতিষ্ঠিত হন। আজ আমরা দুই বন্ধুর গল্প বলতে চলেছি, যাদের ১৫০বার প্রত্যাখ্যান করা হয়েছিল, তবুও তারা হাল ছাড়েননি এবং আজ ৬৪ হাজার কোটি টাকার একটি কোম্পানী স্থাপন করেছেন। আসুন জেনে নেওয়া যাক সেই দুই বন্ধুর সাফল্যের কাহিনী।

২০০৮ সালে ড্রিম ১১-এর আইডিয়া নিয়ে কাজ শুরু

অনলাইন বেটিং অ্যাপ ড্রিম ১১ সম্পর্কে কথা অনেকেই জানেন। এই অ্যাপে, ফ্যান্টাসি ক্রিকেট, হকি, ফুটবল সহ সমস্ত খেলার উপর বাজি ধরা হয়। আজ সাফল্যের মঞ্চে বসে থাকা এই সংস্থাটিকে এক সময় ১৫০বার প্রত্যাখ্যান করা হয়েছিল। সংস্থাটির নির্মাতা হলেন হর্ষ জৈন ও ভবিত শেঠ।  হর্ষ জৈন, মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বৈদ্যুতিক প্রকৌশলে ডিগ্রি অর্জন করেন। এরপরে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন এবং মাইক্রোসফ্টে ইন্টার্নশিপের সময় তিনি ড্রিম ১১  তৈরির ধারণা নিয়ে আসেন, যার পরে তার পথ পরিবর্তন হয়। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়েছিল, তখন ড্রিম ১১-এর আইডিয়া নিয়ে কাজ শুরু করেন হর্ষ ও তাঁর বন্ধু ভাবিত।

সংস্থাটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি

হর্ষ কোম্পানীর নকশা, প্রযুক্তি, পণ্য , বিপণনের কাজ দেখাশোনা করছিলেন এবং  ভবিত বাকি দিক দেখছিলেন। প্রতিষ্ঠানটি গঠনের পর শুরুতে ফান্ডিং নিয়ে অনেক সমস্যা দেখা দেয়। হর্ষ নিজেই বলেছিলেন যে, ২০১২ সালের পরে তিনি কোম্পানীর জন্য তহবিল পেতে দুই বছরে প্রায় ১৫০ ভেঞ্চার ক্যাপিটালিস্টের সাথে যোগাযোগ করেছিলেন। সবাই তাকে প্রত্যাখ্যান করে। ড্রিম ১১ তৈরির প্রায় ৬ বছর পর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। ২০১৪ সালে এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখে পৌঁছেছে এবং ২০১৮ সালে তা পৌঁছেছে ৪.৫ কোটিতে। পরবর্তী এক বছরের মধ্যে প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং বর্তমানে এই সংখ্যা প্রায় ২০ কোটি।

কোম্পানীর বর্তমান বাজার মূল্য প্রায় ৬৪ হাজার কোটি টাকা

২০১৯ সালে, সংস্থাটি ইউনিকর্নের মর্যাদা পেয়েছে। কোম্পানীর বাজার মূল্য ১ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮,১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ড্রিম ১১ প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোম্পানীটি আরো অনেক সাফল্য পেতে শুরু করেছে। ড্রিম ১১, ২০২০ সালের আইপিএলের স্পনসরশিপ অধিকার পেয়েছে এবং বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের জার্সির স্পন্সরশিপও ড্রিম ১১ এর কাছে রয়েছে। আজ কোম্পানীর বাজার মূল্য প্রায় ৬৪ হাজার কোটি টাকা।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad