Top B Tech Colleges of India: এবার JEE পাশ না করেও সুযোগ মিলবে B-TECH করার, জানুন বিস্তারিত

Published On:

Top B Tech Colleges of India: অনেকেরই স্বপ্ন থাকে JEE পরীক্ষায় পাস করার, কিন্তু, এই পরীক্ষায় পাস করা অনেকের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এই মুহূর্তে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সেইসকল শিক্ষার্থীর যে কোথায় B-TECH করবে। তবে, এখন আর চিন্তার কোনো কারণ নেই। আজ আমরা এমন কয়েকটি ইনস্টিটিউট সম্পর্কে বলতে চলেছি, যেখানে B-TECH করার পর পাওয়া যাবে লক্ষ লক্ষ টাকার চাকরি। তবে চলুন জেনে নেওয়া যাক সেই ইনস্টিটিউটগুলি সম্পর্কে। 

সেরা কয়েকটি ইনস্টিটিউট

১) বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, পিলানি (BITS Pilani) – ভারতের একটি নামকরা প্রতিষ্ঠান হলো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স। এই প্রতিষ্ঠানটির ক্যাম্পাস রয়েছে রাজস্থান, হায়দরাবাদ এবং দুবাইতে।

২) মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (Manipal Institute Of Technology) – অপর একটি নামকরা প্রতিষ্ঠান হলো মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই প্রতিষ্ঠানটিতে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির বিষয়ে শিক্ষা প্রদান করা হয়।

৩) ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভেলোর (Vellore Institute Of Technology) – প্রাইভেট রিসার্চের জন্য একটি সেরা প্রতিষ্ঠান হলো ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটি ভেলোরের কাটপারিতে অবস্থিত।

৪) সিমবায়োসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি, পুণে (Symbiosis Institute Of Technology, Pune) – ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্রিডিটেশন কাউন্সিল দ্বারা মান্যতা প্রাপ্ত সিমবায়োসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটি “এ” গ্রেড বিজনেস স্কুল। এই টেকনোলজি ইনস্টিটিউটটি পুণে বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে।

৫) অমৃতা স্কুল অফ ইঞ্জিরিয়ারিং, কোয়েম্বাতোর (Amrita School Of Engineering, Coimbatore) – অমৃতা স্কুল অফ ইঞ্জিরিয়ারিং, ভারতের একটি সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসাবে বিবেচিত।

৬) থাপার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (Thapar Institute Of Engineering And Technology) – পাঞ্জাবের একটি পুরনো শিক্ষা প্রতিষ্ঠান হলো থাপার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। থাপার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে ন্যাক দ্বারা “এ” গ্রেড দেওয়া হয়েছে।

৭) এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (SRM Institute Of Science And Technology) – অপর একটি নামকরা প্রতিষ্ঠান হলো এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই প্রতিষ্ঠানটি প্রথমে এসআরএম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত ছিল।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad