Job News Desk : ইন্ডিয়ান অয়েলে এবার বিপুল শিক্ষানবিশ নিয়োগ
1 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে করতে হবে আবেদন। এক বছরের প্রশিক্ষণে মাসে মিলবে মোটা টাকা বৃত্তি। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে হাতে কমলে কাজ শেখার সুযোগ। প্রশিক্ষণের পাশাপাশি মিলবে মোটা বেতনও। শুক্রবার এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
শূন্য পদ — মোট 1603 জন শিক্ষানবিশ হিসেবে এই সংস্থায় কাজ শেখার সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা — শিক্ষানবিশ হিসেবে বিভিন্ন পোস্টে আবেদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। যেমন ট্রেড অ্যাপ্রেন্টিসে আবেদন করতে গেলে স্নাতকের ডিগ্রি লাগবে। তবে কিছু পদের ক্ষেত্রে দশম ও দ্বাদশ পাশ করলেই হবে। ITI-র ডিগ্রি ও ডিপ্লোমার শংসাপত্র থাকলেও এতে আবেদন করা যাবে। এব্যাপারে বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখে নিতে বলা হয়েছে।
বয়সসীমা — ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 18 বছর রাখা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ 24 বছর পর্যন্ত আবেদন করা যাবে। সংরক্ষিত ক্যাটেগরি অর্থাৎ SC-ST প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী আবেদনের বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন কাঠামো — IOCL-র তরফে জানানো হয়েছে, এক বছর ধরে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, ১৯৬১/ ১৯৭৩/ ১৯৯২-এর শিক্ষানবিশ আইন অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তদের প্রতি মাসে বৃত্তি পাবেন। যা সর্বনিম্ন 25 হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদনের শেষ তারিখ —– ১লা ফেব্রুয়ারি
শিক্ষনবিশের জন্য আবেদন করতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://iocl.com-এ ইচ্ছুক প্রার্থীদের যেতে হবে।