M Phill : এমফিল ডিগ্রি বাতিল করলো ইউজিসি! ভর্তি বন্ধের নির্দেশ বিশ্ববিদ্যালয় গুলিকে ! জানুন বিস্তারিত

Last Updated:

News Desk : ইউজিসির তরফ থেকে এমফিল ডিগ্রি অর্থাৎ মাস্টার অফ ফিলোজফি ডিগ্রিকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই সংক্রান্ত সমস্ত পাঠক্রম বাতিল করবার নির্দেশ দেওয়া হয়েছিল ইউজিসির তরফ থেকে, কিন্তু তা সত্ত্বেও বহু বিশ্ববিদ্যালয় সেই নির্দেশ মেনেনি। এমতাবস্থায়, ইউজিসি বিজ্ঞপ্তি জারি করে দেশের সমস্ত  বিশ্ববিদ্যালয়গুলিকে অবিলম্বে ২০২৩ থেকে ২০২৪ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি বন্ধ করার নির্দেশ দিল। এর ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে এমফিল (M Phill) ডিগ্রি আর বৈধ থাকবে না।

বিজ্ঞপ্তিতে কি জানিয়েছে ইউজিসি?

অনেক পড়ুয়া স্নাতকোত্তরের পর এমফিল (M Phill) ডিগ্রি নেন। কিছু দিন আগেই ইউজিসি জানিয়েছিল নতুন শিক্ষানীতি অনুযায়ী এমফিলের আর কোনো বৈধতা থাকবে না, কিন্তু তারপরও দেখা যায় কিছু কিছু বিশ্ববিদ্যালয় এমফিল ডিগ্রির জন্য পড়ুয়াদের ভর্তি করছিল। পড়ুয়ারাও ফর্ম ফিল-আপ করছিলেন। একটি বিজ্ঞপ্তিতে ইউজিসি (UGC) জানিয়েছে, তাদের নজরে এসেছে যে, কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রামে নতুন ছাত্রছাত্রী ভর্তির জন্য বিজ্ঞাপন দিচ্ছে। রীতিমতো শিক্ষার্থীদের ভর্তিও নেওয়া হচ্ছে।

ইউজিসির নির্দেশিকা

ইউজিসির নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, বেশ কিছু বিশ্ববিদ্যালয় এখনো এমফিল কোর্সে পড়ুয়াদের ভর্তি করাচ্ছে। এখনো যেসকল বিশ্ববিদ্যালয় এই ভর্তির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এর পাশাপাশি পড়ুয়াদেরও ওই কোর্সে ভর্তি না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আসলে ইউজিসি (UGC) মনে করছে পিএইচডি আর এমফিল আলাদা করে করানোর কোনো যৌক্তিকতা নেই। তাই এবার এই বিজ্ঞপ্তি জারি করে এমফিল ডিগ্রি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল ইউজিসি। ইউজিসির এই নতুন সিদ্ধান্তের ফলে এমফিল ডিগ্রি ধারি পড়ুয়ারা তাদের ভবিষ্যৎ নিয়েও এবং তাদের ডিগ্রির বৈধতা নিয়ে বেশ চিন্তায় পড়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad