University Job 2024: বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ! বেতন 47 হাজার, জানুন বিশদে।

Published On:

University Job 2024:পশ্চিম বঙ্গের চাকরি প্রার্থীদের জন্যে সুখবর! এবার রাজ্যের কল্যানী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যেকোনো জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধূমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে SERB প্রজেক্ট এর অধীনে।

আজকের প্রতিবেদনে আমরা এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন কোন পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে , বয়স কত হতে হবে, আবেদন কিভাবে করতে হবে, নিয়োগ কোথায় করা হবে, মাসিক বেতন কত হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

পদের নাম University Job 2024: পশ্চিম বঙ্গের কল্যানী ইউনিভার্সিটির (Kalyani University) মাধ্যমে জারি করা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী রিসার্চ অ্যাসোসিয়েট-I পদে নিয়োগ করা হবে।

শূন্য পদের সংখ্যা – 1টি

আরো পড়ুন: রাজ্যের গ্রুপ সি পদে নিয়োগ! ভালো বেতন।

বয়স – এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 বছর থেকে 35 বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে লাইফ সাইন্স এর ওপর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি লাভ করে থাকতে হবে। সাথে কোনো রেপূটেড জার্নালে নূন্যতম 1টি পেপার পাবলিশড হতে হবে। সাথে সংশ্লিষ্ট বিষয়ে পূর্ব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন: এই পদের ক্ষেত্রে সফল ভাবে কর্মরত প্রার্থীদের 47000 টাকা মাসিক বেতন সাথে HRA দেওয়া হবে।

আবেদন পদ্ধতি– এই পদের ক্ষেত্রে কোনোরূপ লিখিত পরীক্ষা হবেনা। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। সেক্ষেত্রে আবেদনকারীকে নিজের বায়োডাটা এবং অন্যান্য গুরত্বপূর্ন নথিপত্র নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউয়ের স্থান:
Chamber of Head, Department of Botany, University of Kalyani

ইন্টারভিউ এর তারিখ – 26 th February 2024

ইন্টারভিউ এর সময় – 12:00 pm

নিয়োগ হবে সম্পূর্ন চুক্তি ভিত্তিক

বিশদে জানার জন্যে অফিসিয়াল নোটিফিকেশন টি ভালোভাবে পড়ে নিন।

নোটিফিকেশনদেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad