Aadhaar Card : আধার কার্ডে শীঘ্রই আপলোড করুন এই ২টি ডকুমেন্ট, জানুন আপলোড করার পদ্ধতি

Published On:

Aadhaar Card : আধার কার্ড (Aadhaar Card) একজন ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যেকোনো সরকারি সুবিধা পেতে আধার কার্ডের প্রয়োজন। আর এবার আধার কার্ডের সাথে দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে ১৪ই মার্চ ২০২৪ এর মধ্যে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে। যদি নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে এই নথি দুটি আপলোড না করা হয়, তবে আপনাকে গুনতে হবে টাকা।

দুটি নথি যুক্ত না থাকলে ভবিষ্যতে পড়তে পারেন সমস্যায়

আসলে ১১ই মার্চ রাত থেকে গোটা দেশব্যাপী নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর হয়েছে। আর ভারতে নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।আপনার আধার কার্ডের সঙ্গে এই গুরুত্বপূর্ণ দুটি নথি যুক্ত না থাকলে ভবিষ্যতে পড়তে পারেন সমস্যায়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে এই দুটি ডকুমেন্টস আপলোড করবেন। তবে, তার আগে আপনার আধার কার্ডের ভ্যালিডিটি স্ট্যাটাস (Validity Status) চেক করতে হবে।

আরো পড়ুন:- জেলা আদালতে ক্লার্ক পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক! জানুন আবেদন পদ্ধতি

আধার কার্ডে নথি আপডেট বা বায়োমেট্রিক আপডেট

আপনার আধার কার্ডে নথি আপডেট বা বায়োমেট্রিক আপডেটের প্রয়োজন রয়েছে কিনা তা জানতে প্রথমে আপনি My Aadhaar-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে Check Aadhaar Validity অপশনে ট্যাব করলেই আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে আধার কার্ড নাম্বার লিখে নিচে থাকা ক্যাপচা কোডটি দিয়ে Proceed অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার আধার কার্ডের ডিটেলস দেখতে পেয়ে যাবেন এবং তার নিচে লেখা থাকবে আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট এবং বায়োমেট্রিক আপডেটের প্রয়োজন আছে কিনা। এবার চলুন দেখে নেওয়া যাক আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে দুটি ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন।

আধার কার্ডে ডকুমেন্টস আপলোড করবেন কীভাবে?

আধার কার্ডে ডকুমেন্টস আপলোড করার জন্য প্রথমে আপনাকে অধার কার্ডের (Aadhaar Card) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড নম্বার দিয়ে লগইন করে Document Update অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে, যেখানে Next অপশন ক্লিক করে ডকুমেন্টস আপলোডের অপশনটি দেখতে পাবেন। সেখানে আপনার আধার কার্ডের সঙ্গে দুটি ডকুমেন্টস যথাক্রমে আপনার পরিচয় পত্র এবং অন্যটি হলো আপনার ঠিকানার প্রমাণ পত্র, এই দুটি আপলোড করলেই আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে, নাহলে আপনার আবেদন বাতিল করা হবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad