UPSC Paper Analysis and Expected Cut-off: কেমন হল ২০২৪ UPSC সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষার প্রশ্ন ? জেনে নিন কাট-অফ কত হতে পারে

Published On:

UPSC Paper Analysis and Expected Cut-off : চলতি বছরের ১৬ জুন দুই শিফটে হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা। সাধারণত দুটি পেপারে ৪০০ নম্বরের পরীক্ষা হয় প্রিলিমিনারি রাউন্ডে। এবারের পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছিল এখন তা নিয়ে প্রশ্ন অনেকেরই। এই প্রসঙ্গে রাউয়ের আইএএস স্টাডি সার্কেলের ফ্যাকাল্টিরা তাদের বক্তব্য জানিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত(UPSC Paper Analysis and Expected Cut-off)।

অর্থনীতি বিষয়ের ফ্যাকাল্টি কী বললেন?

রাউয়ের আইএএস স্টাডি সার্কেলের অর্থনীতি বিষয়ের ফ্যাকাল্টি বাসভা উপপিন বলেন যে, প্রিলিমিনারি রাউন্ডে ভারতীয় অর্থনীতি থেকে ১৮টি প্রশ্ন ছিল, যার মধ্যে ৭টি ব্যাঙ্কিং ও ফিনান্স সম্পর্কিত, ৩টি সরকারি স্কিম সম্পর্কিত এবং বাকি প্রশ্নগুলি ছিল ট্যাক্সেশন এবং ইনফ্রাস্ট্রাকচার প্রভৃতি বিষয়ের ওপর। তিনি আরো বলেন, বেশিরভাগ প্রশ্ন করা হয়েছে স্ট্যাটিক বা কোর অংশ থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মাত্র কয়েকটি প্রশ্নই করা হয়েছে এবং অর্থনীতি সংক্রান্ত প্রশ্নগুলি প্রত্যাশিত লাইনেই করা হয়েছিল। এছাড়াও, যে ৭টি প্রশ্ন ব্যাঙ্কিং ও ফাইন্যান্স বিষয়ের আওতায় ছিল, তা মূলত দ্রানীতির অধ্যায় থেকে পুঁজিবাজারের দিকে মনোনিবেশ করা হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া, পিএম-এসওয়াইএম, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান প্রভৃতি সরকারি প্রকল্প, অর্থনীতির ক্ষেত্র, শারীরিক মূলধনের ধরণ এর মূল ধারণা এবং ভেনিজুয়েলা সংকট, মার্কিন ঋণ সংকট প্রভৃতি অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত প্রশ্ন পরীক্ষায় এসেছে। 

বিজ্ঞান ও প্রযুক্তি ফ্যাকাল্টি এবং এনভায়রনমেন্ট ফ্যাকাল্টি কী বললেন?

রাউয়ের আইএএস স্টাডি সার্কেলের বিজ্ঞান ও প্রযুক্তি ফ্যাকাল্টি অরুণ ভরদ্বাজ বলেন যে, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে বেশিরভাগই সহজ থেকে মাঝারি কঠিন মানের প্রশ্ন করা হয়েছিল। এই বিষয় থেকে মোট ১১টি প্রশ্ন করা হয়েছিল। এনভায়রনমেন্ট ফ্যাকাল্টি অক্ষয় ব্রত বলেন, পরিবেশ ও বাস্তুশাস্ত্র বিষয়ে মোট ১৪টি প্রশ্ন করা হয়েছিল এই পরীক্ষায়।

ভূগোল ফ্যাকাল্টি ও ইতিহাস ফ্যাকাল্টি কী বললেন?

ইনস্টিটিউটের ভূগোল ফ্যাকাল্টি ইন্দ্রজিৎ বারিয়ার বলেন, গত বছরের তুলনায় চলতি বছর প্রিলিমিনারি পেপার অনেক সহজ হয়েছে। ইনস্টিটিউটের ইতিহাস ফ্যাকাল্টি গজানন দ্বিবেদী বলেন, ইতিহাসের প্রশ্নগুলি গত বছরের তুলনায় মডারেট ছিল। কিছু বিষয়ের পুনরাবৃত্তি ঘটেছে। শিল্প-সংস্কৃতির গুরুত্ব আধুনিক ইতিহাসের চেয়ে বেশি ছিল। আগের বছরও এমনই ধরনের প্রশ্ন হয়েছিল।

পলিটি ফ্যাকাল্টি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষককী বললেন?

পলিটি ফ্যাকাল্টি অনুভব শর্মা বলেন যে, “পলিটি বিভাগে ১৫টি প্রশ্ন রয়েছে, যার মধ্যে ১০টি ছিল সহজ, ২টি ছিল মাঝারি এবং ৩টি ছিল কঠিন। উল্লেখ্য, গত দুই বছর ধরে ১০ থেকে ১২টি প্রশ্ন টানা হয়েছে। ১৫টি প্রশ্নের মধ্যে ১৩টি সরাসরি আমার ক্লাসে কভার করা হয়েছিল। যদিও কঠিন প্রশ্নগুলি গত বছরের চেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। বাকি ১২টি অনুমানযোগ্য প্যাটার্ন অনুসরণ করা হয় প্রশ্নপত্রে।’ ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অঙ্কিত কৌল জানান, তার বিষয় থেকে মোট নয়টি প্রশ্ন করা হয়েছিল।


প্রত্যাশিত কাট-অফ ৯৫ থেকে ১০০

ইনস্টিটিউটের হেড অফ অ্যাকাডেমিক অপারেশনস জয়কৃত বৎসল বলেন সার্বিক ভাবে গতবছরের তুলনায় এবারের প্রিলিমসের প্রশ্নপত্র কিছুটা সহজ ছিল। প্রত্যাশিত কাট-অফ ৯৫ থেকে ১০০ এর মধ্যে হওয়া উচিত বলেই তিনি মনে করছেন (UPSC Paper Analysis and Expected Cut-off)।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad