Vidyadhan Scholarship 2024: এবার মাধ্যমিক পাশে আবেদন করুন বিদ্যাধন স্কলারশপে, জানুন আবেদন পদ্ধতি

Published On:

Vidyadhan Scholarship 2024: ছাত্রছাত্রীদের সাহায্যার্থে সরকারের পক্ষ থেকে নানান স্কিম এবং স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, যাতে সকল ছাত্রছাত্রী নিশ্চিন্তে তাদের পড়াশোনা করতে পারে, খরচ নিতে চিন্তায় না থাকে। আর এবার মাধ্যমিক উত্তীর্ণ সকল মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুন খবর। সকল মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য একটি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ হলো বিদ্যধন স্কলারশিপ, যেখানে ছাত্রছাত্রীরা প্রতিবছর ১০ হাজার টাকা পর্যন্ত পাবেন। আজকের প্রতিবেদনে আমরা এই স্কলারশিপ কী, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আসুন দেখে নেওয়া যাক।

বিদ্যাধন স্কলারশিপ কী ? (Vidyadhan Scholarship 2024)

সকল মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য সরোজিনী দামোদরন ফাউন্ডেশনের তরফ থেকে একটি স্কলারশিপ শুরু করা হয়েছে, যার নাম  বিদ্যাধন স্কলারশিপ। প্রতি বছর পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপে উচ্চ মাধ্যমিক স্তরে নির্বাচিত ছাত্রছাত্রীদের প্রতি বছর ১০,০০০ টাকা দেওয়া হয়। এর অর্থ হলো ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা পেয়ে থাকেন।

যোগ্যতা

বিদ্যাধন স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের ৮০ শতাংশের বেশি নম্বর নিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতিবন্ধী পড়ুয়াদের ক্ষেত্রে মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে, তবেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় হতে হবে দু লক্ষ টাকার কম, তবেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া ( How to apply Vidyadhan Scholarship)

এই স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পড়ুয়াকে নিজের নাম ও ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে এবং একটি পাসওয়ার্ড তৈরি করে তার মাধ্যমে লগইন করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট ও ছবি আপলোড করে সবশেষে আবেদন পত্রটি সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর আবেদনকারীর ইমেল আইডিতে আবেদন সফল হওয়ার (Application Successful) মেসেজ আসবে। চাইলে নিচে দেওয়া “Apply Now” অপশনে ক্লিক করেও অনায়াসেই আবেদন জানাতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস

এই স্কলারশিপে আবেদনের সময় ছাত্রছাত্রীদের দশম শ্রেণীর মার্কশিট, পরিবারের আয়ের প্রমাণপত্র, পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, মাধ্যমিকের এডমিট ইত্যাদি লাগবে। এছাড়াও লাগবে  প্রতিবন্ধকতা সার্টিফিকেট, আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটো এবং একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি।

আরো পড়ুন:- বিজ্ঞপ্তি প্রকাশ SSC MTS নিয়োগের, শূন্যপদ ৮৩২৬, জেনে নিন বিস্তারিত

নির্বাচন প্রক্রিয়া

এই স্কলারশিপে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে ছাত্রছাত্রীদের নির্বাচন করা হবে। যারা অনলাইন টেস্ট ও ইন্টারভিউতে ভালো নম্বর পাবেন, তারাই এই স্কলারশিপের সুবিধা পাবেন।

আবেদনের শেষ তারিখ

চলতি বছরের ১০ই জুলাই পর্যন্ত এই স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারবেন।

উল্লেখ্য, বিদ্যাধন স্কলারশিপ সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য কিংবা কোনোরকম সমস্যা থেকে সমাধান পেতে পড়ুয়ারা হেল্পডেক্স এ যোগাযোগ করতে পারেন।

ইমেইল আইডি: [email protected]

বিদ্যাধন স্কলারশিপের অফিসিয়াল নোটিফিকেশন : Download Pdf

বিদ্যাধন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট : www.vidyadhan.org

আবেদনের লিংক : Apply Now

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad