WB Child helpline Job 2024: চাইল্ড হেল্পলাইনে কর্মী নিয়োগ! উচ্চ মাধ্যমিক পাসে করা যাবে আবেদন।

Published On:

WB Child helpline Job 2024: এবার পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ডিএম অফিসের তরফে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের যেকোনো জেলার শিক্ষিত বেকার ছেলে মেয়েরা আবেদন করতে পারেন।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কত হতে হবে, মাসিক বেতন কত দেওয়া হবে , ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর অফিসের মাধ্যমে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে project coordinator, counselor, Child Helpline Supervisor, Case Worker পদে। পদ অনুসারে আলোচনা করা হলো (WB Child helpline Job 2024)

1) পদের নাম – Project Coordinetor

শূন্য পদের সংখ্যা – 1টি

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারিকে সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি সহ বেশ কিছু শাখার ( বিশদে জানতে নোটিফিকেশন দেখুন) যেকোনো একটিতে স্নাতকোত্তর পাস অথবা সংশ্লিষ্ট শাখায় গ্র্যাজুয়েট সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে পোস্ট গ্র্যাজুয়েট দের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা আবশ্যিক নয়। এছাড়া কম্পিউটার কাজ করার দক্ষতা থাকতে হবে।WB Child helpline Job 2024

বয়স – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 45 বছর। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন সীমা – এই পদে সফলভাবে কর্মরত প্রার্থীদের মাসিক 35000 টাকা সাথে ইন্সুরেন্স এর জন্যে 330 টাকা করে প্রতিমাসে বেতন দেওয়া হবে।WB Child helpline Job 2024

2) পদের নাম – Counselor

শূন্য পদের সংখ্যা – 1টি

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারিকে সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, পাবলিক হেলথ সহ বেশ কিছু শাখার ( বিশদে জানতে নোটিফিকেশন দেখুন) যেকোনো একটিতে গ্র্যাজুয়েট পাস হতে হবে। অথবা কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনের ওপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে । সাথে কম্পিউটার কাজ করার দক্ষতা থাকতে হবে।

বয়স – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 45 বছর। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।WB Child helpline Job 2024 WB Child helpline Job 2024

আরো পড়ুন : এবার গ্রাম পঞ্চায়েতে হতে চলেছে কর্মী নিয়োগ!

বেতন সীমা – এই পদে সফলভাবে কর্মরত প্রার্থীদের মাসিক 18536 টাকা সাথে ইন্সুরেন্স এর জন্যে 330 টাকা করে প্রতিমাসে বেতন দেওয়া হবে।

3) পদের নাম – চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার

শূন্য পদের সংখ্যা – 1টি

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারিকে সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি কম্পিউটার সাইন্স ইনফরমেশন টেকনোলজি বেশ কিছু শাখার ( বিশদে জানতে নোটিফিকেশন দেখুন)
যেকোনো একটিতে গ্র্যাজুয়েট পাস হতে হবে। সাথে কম্পিউটার কাজ করার দক্ষতা থাকতে হবে।

বয়স – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 45 বছর। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন সীমা – এই পদে সফলভাবে কর্মরত প্রার্থীদের মাসিক 18536 টাকা সাথে ইন্সুরেন্স এর জন্যে 330 টাকা করে প্রতিমাসে বেতন দেওয়া হবে।

4) পদের নাম – কেস ওয়ার্কার

শূন্য পদের সংখ্যা – 1টি

শিক্ষাগত যোগ্যতা – এইপদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে

বয়স – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 45 বছর। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন সীমা – এই পদে সফলভাবে কর্মরত প্রার্থীদের মাসিক 12000 টাকা সাথে ইন্সুরেন্স এর জন্যে 330 টাকা করে প্রতিমাসে বেতন দেওয়া হবে।

আবেদn পদ্ধতি উপরে উল্লেখিত পদ গুলিতে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে দেওয়া সংশ্লিষ্ট লিংকে ক্লিক করে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন গ্রহণের শেষ তারিখ –
আবেদন করতে হবে 27/02/2024 তারিখের মধ্যে।

নোটিফিকেশনদেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad