WB সিভিক ভলান্টিয়ার পেনশন 2024 : সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর! বাড়ানো সিভিকদের মাসিক ভাতা। প্রকৃতপক্ষে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ওয়েলফেয়ার ক্ষমতাধানে ৩০ হাজার ভেলেন্টিয়ার নিয়ে টেলিফোনিক ক্ষমতা ছিল। সেইদিন প্রথম সিভিক ভলেন্টিয়ারদের স্যাপর মুখ্যমন্ত্রী রাজ। পুলিশ ওয়েলফেয়ার পার্টি উদ্যক্তে মাননীয়া্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যা (মমতা ব্যানার্জী) ওয়েলফেয়ার বোর্ডের নোডা মুখ শান্তনু সিনহাকে টেলিফোনিক বক্তব্য দেন। মুখ্যমন্ত্রী এইদিন গোটা রাজ্য আলোচনা সকল ভলেন্টিয়ার পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দেন যা ভলেন্টিয়ার পুলিশ সদস্য স্বস্তি প্রদান করেন। এইদিন কী সম্পর্কে লেখক বিস্তারিত লিখেছেন।
মুখ্যমন্ত্রী কী বললেন?
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যজুড়ে প্রায় ২ লক্ষের বেশী সিভিক ভলেন্টিয়ার কাজ করছে। ৬০ বছর পরেই তারা অবসর পাবেন এবং অবসর গ্রহণের পর তারা মাসিক ৫৩০০ টাকা মাসিক ভাতা হিসেবে পাবেন (WB Civic Volunteer Pension 2024)। এমনকি চাকরিরত অবস্থায় যদি কোনো ভলেন্টিয়রের মৃত্যু হয়, তবে তার পরিবারের কোনো সদস্যকে কাজ দেওয়া হবে। ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়রদের দেওয়া একাধিক দাবি পূরন করা হয়েছে। মমতা সরকার পরবর্তীকালে আরো দাবি পূরন করবে বলেও জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। তাঁর এই কথায় সকল সিভিক ভলেন্টিয়র কর্মচারীর মুখে ফুটেছে হাসি। তাদের আশানুরূপ চাকরি, বোনাস ও পেনশনের টাকা নিয়ে তারা বেজায় খুশি।
আরো পড়ুন:- ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ! আবেদন করুন এখনই
মাথা পিছু এডহক বোনাস বাড়ানো হয়েছে
উল্লেখ্য, রাজ্য জুড়ে পুলিশের যথাযথ কর্মচারী না থাকায় পুলিশের সহযোগী হিসেবেই যোগদান করেছেন বহু সিভিক কর্মচারী, যা আগে ছিল না। আর বর্তমানে তাদের মাথা পিছু এডহক বোনাস বাড়ানো হয়েছে। তাদের এই বোনাস বেড়ে হয়েছে ২৩০০ টাকা। এইদিন স্বরাষ্ট্র মন্ত্রকের দফতর থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে। এমনকি মন্ত্রীসভার হোমগার্ডের চাকরিতেও সিভিক ভলেন্টিয়ার নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024), আর তার আগে এমন খুশির খবর পেয়ে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে রীতিমতো আনন্দের জোয়ার উঠেছে।