WB College Admission Start Date : রাজ্য সরকার এবার কলেজে ভর্তির ক্ষেত্রে স্নাতক স্তরে আনতে চলেছে বদল। রাজ্যের শিক্ষা দপ্তর এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে নিতে চলেছে এক বড়সড় পদক্ষেপ। আসলে এই বছর কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নেওয়া হবে। কলেজে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া এইমুহুর্তে লোকসভা নির্বাচনের জন্য আপাতত স্থগিত রয়েছে। নির্বাচনী আচরণ বিধি মিটলেই আগামী ২২শে জুন থেকে কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে কীভাবে?
কলেজে স্নাতক স্তরে ভর্তি হতে গেলে আগে সংশ্লিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির ওয়েবসাইটের প্রতিটিতে আলাদা আলাদা ভাবে আবেদন করতে হতো, তবে নতুন নিয়মানুযায়ী, এখন থেকে কলেজে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট একটি ওয়েবসাইটেই পড়ুয়াদের ভর্তির জন্য আবেদন জানাতে হবে। মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর পড়ুয়ারা পাবে তাদের পছন্দমত কলেজে ভর্তির সুযোগ। শিক্ষার্থীরা সর্বশেষ পর্যায়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে ওই নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারবে (WB College Admission Start Date)।
কেনো এই সিদ্ধান্ত ?
কলেজগুলির হাতে মেধাতালিকা তৈরির কোনোরকম ক্ষমতা না রাখার জন্যই মূলত কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালু করা হয়েছে। আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজের বিরুদ্ধে ভর্তির ক্ষেত্রে নানা রকম অনিয়মের অভিযোগ উঠছিল, তাই শেষপর্যন্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়।
এই নয়া নিয়মে কি কি সুবিধা হবে শিক্ষার্থীদের?
শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে, শিক্ষার্থীরা এই নতুন পদ্ধতিতে একটি মাত্র পোর্টালের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করার ফলে ভর্তি প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে, এছাড়া নতুন নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে শিক্ষা দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো অনিয়ম হবেনা, আসবে সচ্ছতা, যা ছাত্র ছাত্রীদের জন্য ভালো প্রমাণিত হবে (WB College Admission Start Date)।