College Job 2024:পশ্চিম বঙ্গের চাকরি প্রার্থীদের জন্যে সুখবর! এবার রাজ্যের সেন্ট জোসেফ কলেজ তরফ থেকে নতুন করে শিক্ষা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যেকোনো জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আজকের প্রতিবেদনে আমরা এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন কোন পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে , বয়স কত হতে হবে, আবেদন কিভাবে করতে হবে, নিয়োগ কোথায় করা হবে মাসিক বেতন কত হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
পদের নাম WB college Job 2024: পশ্চিম বঙ্গের দার্জিলিং জেলার অন্তর্গত সেন্ট জোসেফ কলেজের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কলেজের বিভিন্ন বিভাগের জন্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে নিয়োগ করা হবে ।
শূন্য পদের সংখ্যা – এই পদের ক্ষেত্রে বিভাগ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিম্নরূপ -ফিজিক্স 1টি, কেমিস্ট্রি 2টি, অঙ্ক 1 টি এবং জুলজি বিভাগের জন্যে 1টি ।
আরো পড়ুন : বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ! বেতন 47 হাজার, জানুন বিশদে।
বয়স – এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।Wb College Job 2024
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার ইউজিসি গাইডলাইন 2018 এবং Higher Education department of West Bengal এর তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে
মাসিক বেতন: এই পদের ক্ষেত্রে সফল ভাবে কর্মরত প্রার্থীদের বেতন কত দেওয়া হবে সেভাবে জানানো হয়নি তবে মনে করা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।Wb College Job 2024
আবেদন পদ্ধতি – আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। সমস্ত ডকুমেন্টস সাথে 1000 টাকার ডিম্যান্ড ড্রাফট সহকারে Principal, St Joseph’s College, P.O. North Point, Dist-Darjeeling, W.B.734104. বিজ্ঞপ্তি প্রকাশের 10 দিনের মধ্যে পাঠাতে হবে। যে সকল প্রার্থীই আগে থেকে কর্মরত তারা প্রপার চ্যানেলে অ্যাপ্লাই করবেন।
নিয়োগ পদ্ধতি : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা বিচার করে 100 নম্বরের পয়েন্ট স্কেলের বিচারে করা হবে যে সকল প্রার্থীর 80 নম্বর পাবেন তাদেরই কেবল মাত্র ইন্টারভিউ তে ডাকা হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট দের নাম ওয়েবসাইটে উল্লেখ করা হবে। বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি ভালোভাবে পড়ে নিন।
নোটিফিকেশন (Wb College Job 2024( | দেখুন |