WB CWD Recruitment 2024: উচ্চ মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, আবেদন করুন আজই !

Published On:

WB CWD Recruitment 2024:রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্যে দারুন সুখবর। এবার উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের Women and Child Development and Social Welfare তরফে সংশ্লিষ্ট জেলার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশ করেই এবার চাকরির সুযোগ। পশ্চিম বঙ্গের Women and Child Development and Social Welfare এর নদীয়া জেলার শিশু সুরক্ষা বিভাগের তরফে চিলড্রেন হোম ফর গার্লস এ মহিলা কর্মী নিয়োগ করা হবে। এই পদের জন্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।WB CWD Recruitment 2024

পদের নাম- চাইল্ড ওয়েলফেয়ার অফিসার

আরো পড়ুনঃ রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম গ্র্যাজুয়েট পাশ করে থাকতে হবে।সাথে কোনো সরকারি বা এনজিও তে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা– এই পদে আবেদন করার সর্বোচ্চ বয়স হলো 21- 40 বছর।

মাসিক বেতন– এই পদের জন্যে ধার্য বেতন হল মাসিক 23170 /- টাকা।

পদের নাম– প্যারামেডিকেল স্টাফ

শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সাথে সংশ্লিষ্ট কাজে নার্সিং এর ওপর ডিপ্লোমা থাকতে হবে সাথে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা– এই পদে আবেদন জানানোর জন্য আবেদনকারীর বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।WB CWD Recruitment 2024

মাসিক বেতন– এই পদের জন্যে ধার্য বেতন হল মাসিক 12000/- টাকা।

পদের নাম– House Mother

শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সাথে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা– এই পদে আবেদন জানানোর জন্য আবেদনকারীর বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন– এই পদের জন্যে ধার্য বেতন হল মাসিক ১৪,৫৬৪/- টাকা।WB CWD Recruitment 2024

আবেদন পদ্ধতি– এই পদে আবেদন অফলাইনের মাধ্যমে জানানো যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট অনলাইন আবেদন পত্রটি ডাউনলোড করে যথাযথ ভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির স্ব-প্রত্যয়িত নকল সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠাতে হবে বা গিয়ে জমা করে আসতে হবে।

ঠিকানাটি হলো The Social Welfare Section, Office of The District Magistrate, Nadia, Krishnanagar, Pin 741101

আবেদন জমা করার শেষ তারিখ 7/3/2024

নোটিফিকেশনদেখুন

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad