WB DCPU Recruitment 2024: এবার ন্যূনতম মাধ্যমিক পাশে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

Published On:

WB DCPU Recruitment 2024: সুখবর! সুখবর! সুখবর! রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য আমরা একটি খুশির খবর দিতে চলেছি। যাদের শিক্ষাগত যোগ্যতা স্বল্প, অথচ রয়েছেন ভালো চাকরির সন্ধানে, এবার তাদের ভাগ্য খুলতে চলেছে, রয়েছে সুবর্ণ সুযোগ। আসলে এবার রাজ্যের জেলা ভিত্তিক শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশেষ বিষয় হলো এখানে পুরুষ ও মহিলা নির্বিশেষে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন জানাতে পারবেন। চলুন এবার চটজলদি দেখে নিই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য।

১) পদের নাম— Ayah (আয়া)

শূন্যপদ— ৫টি

শিক্ষাগত যোগ্যতা— উল্লিখিত পদে (WB DCPU Recruitment 2024) আবেদন জানানোর জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মাসিক বেতন— এই পদের জন্য প্রার্থীদের প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা— এখানে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীদের বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে, তবেই তারা আবেদনের জন্য বিবেচিত হবেন।

২) পদের নাম— Social Worker

মোট শূন্যপদ— ১টি

শিক্ষাগত যোগ্যতা— উল্লিখিত পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের সাইকোলজি বা সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে ইংরেজি ভাষায় কাজ করার সম্যক ধারণা রাখতে হবে এবং বেসিক কম্পিউটার অপারেটিংও জানতে হবে, তবেই এখানে আবেদন করা যাবে।

মাসিক বেতন— এই পদের জন্য প্রার্থীদের প্রতি মাসে ১৮,৫৩৬ টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা— এখানে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীদের বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে, তবেই তারা আবেদনের জন্য বিবেচিত হবেন।


৩) পদের নাম— Manager

মোট শূন্যপদ— ১টি


শিক্ষাগত যোগ্যতা— উল্লিখিত পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের সাইকোলজি বা সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি সরকারি স্বীকৃতি প্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেটিং বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক বেতন— এই পদের জন্য প্রার্থীদের প্রতি মাসে ২৩,১৭০ টাকা করে বেতন দেওয়া হবে।

বয়সসীমা— এখানে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীদের বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে, তবেই তারা আবেদনের জন্য বিবেচিত হবেন।

নিয়োগ পদ্ধতি— উল্লিখিত পদগুলোতে তিনটি ধাপের মাধনে প্রার্থীদের নিয়োগ করা হবে। তিনটি ধাপ হলো লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। 

আবেদন পদ্ধতি— এখানে (WB DCPU Recruitment 2024) প্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে হবে। এরজন্য প্রার্থীদের জেলা দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে গুরুত্ত্বপূর্ণ নথিপত্রগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করে সাবমিট করলেই আবেদন নথিভুক্ত হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, আবেদন জানানোর ক্ষেত্রে প্রার্থীদের নিজস্ব বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা প্রয়োজন। 

আবেদনের শেষ তারিখ— ১৫ই জুলাই, ২০২৪

Official Notification:Download Now

Official Website:Apply Now

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad