WB EWS Certificate : জেনে EWS Certificate পেতে যোগ্যতা, প্রয়োজনীয় নথি সহ আবেদন পদ্ধতি

Published On:


WB EWS Certificate : উচ্চ শিক্ষা থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে কিংবা বিভিন্ন ধরনের পরিষেবার ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণী অর্থাৎ SC ST OBC দের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়। এই কারণে তারা আর্থিকভাবে সহজেই প্রতিষ্ঠিত হতে পারেন, কিন্তু অপরদিকে অনেক জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা তেমন যোগ্যতা থাকা সত্বেও সুযোগ সুবিধা না পেয়ে নিম্নবিত্ত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীতে রয়ে গেছেন। সেই প্রার্থীদের কথা মাথায় রেখে সরকার শুরু করেছে নয়া স্কিম, যার নাম EWS Certificate। এর মাধ্যমে জেনারেল কেটাগরির ছেলেমেয়েরাও এই সুবিধা পাবেন। চলুন তবে জেনে নেওয়া যায় এই EWS Certificate সম্পর্কে বিস্তারিত তথ্য।

EWS Certificate কী?

EWS এর পুরো কথা হলো Economically Weaker Section, যার বাংলা অর্থ ‘অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ’। আর্থিকভাবে পিছিয়ে পড়া বা দুর্বল জেনারেল জাতিভুক্তদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এই EWS Certificate চালু করা হয়েছে। এর মাধ্যমে এই কোটার অন্তর্ভুক্ত প্রার্থীদের জন্য সরকারি চাকরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে (WB EWS Certificate)।

আবেদনের যোগ্যতা

১) EWS Certificate এর জন্য আবেদন করতে হলে প্রার্থীকে জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে।
২) প্রার্থীর বার্ষিক আয় ৮ লক্ষের নিচে হতে হবে।
৩) আবেদনকারী প্রার্থী কিংবা তার পারিবারিক জমির পরিমাণ ৫ একরের কম হতে হবে।
৪) আবেদনকারী প্রার্থী যদি শহরে বসবাস করেন, তবে সেক্ষেত্রে আবাসিক ফ্ল্যাটের পরিধি ১০০০ বর্গফুটের কম হতে হবে।
৫) প্রার্থীর এবং তার পরিবারের বৈধ বিপিএল রেশন কার্ড  থাকতে হবে।

প্রয়োজনীয় নথি

EWS Certificate এর জন্য আবেদন করতে হলে যে যে নথিগুলি লাগবে তা হলো, আবেদনকারী প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি, রেশন কার্ড বা আধার কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ড, প্রার্থীর বাবা বাবা মায়ের ভোটার কার্ড, প্রার্থীর এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের প্যান কার্ড, প্রার্থীর নিজের এবং তার পরিবারের BDO কর্তৃক অনুমোদিত বাৎসরিক আয়ের প্রমানপত্র, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, জমি সংক্রান্ত পুরনো দলিল, দুজন স্থানীয় বাসিন্দার ভোটার কার্ড, প্রার্থীর নিজের এবং পরিবারের খাজনা বা ট্যাক্স জমার রশিদ ইত্যাদি।

EWS Certificate কতদিনের মধ্যে পাওয়া যায় ?

EWS Certificate পেতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগে। এটি বছরে শুধুমাত্র একবারই বানাতে হবে, আর একবার বানিয়ে নিলে সারা বছর এর জেরক্স বা স্ক্যান কপি দিয়ে সব জায়গায় তা ব্যবহার করতে পারবেন প্রার্থীরা।

আবেদন পদ্ধতি

EWS Certificate তৈরী করতে প্রথমে প্রার্থীকে নিজের ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে উপরোক্ত ডকুমেন্টগুলি একত্রিত করে BDO অফিসেই জমা করতে হবে। এরপর ওই প্রার্থীর আবেদন পত্রটি BDO অফিস থেকে SDO অফিসে ট্রান্সফার করা হবে। আর তারপর ১ থেকে দেড় সপ্তাহের মধ্য প্রার্থীর EWS Certificate তৈরি হয়ে যাবে, অর্থাৎ  প্রার্থী ১ থেকে দেড় সপ্তাহ পর BDO অফিস থেকে সেই সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারবেন। আর্জেন্ট হলে SDO অফিস থেকেও EWS Certificate-টি সংগ্রহ করা যাবে। শহরাঞ্চলে বসবাসকারী প্রার্থীরা সরাসরি মিউনিসিপ্যালিটি অফিস থেকে এবং SDO অফিস থেকে EWS Certificate এর জন্য আবেদন করতে পারবেন এবং ১ থেকে দেড় সপ্তাহ পর সেখান থেকেই EWS Certificate – টি সংগ্রহ করে নিতে পারবেন। প্রার্থী এই সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারবেন না। আবেদনকারীকে ইস্যুকারী কতৃপক্ষের কাছ থেকে অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে (WB EWS Certificate)।

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad