WB Government School Teacher Private Tuition: পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর অভিযোগ, তদন্তে হাইকোর্ট

Published On:

WB Government School Teacher Private Tuition: রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে প্রাইভেট টিউশন করার জন্য। উঠলো অভিযোগ। নিয়ম অমান্য করে চালাচ্ছিলেন প্রাইভেট টিউশন। তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজন হয়েছে আদালতের হস্তক্ষেপের। তাই সম্প্রতি কলকাতা হাইকোর্ট জারি করলো কড়া নির্দেশ। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।

পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর অভিযোগ

রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের জন্য নিষিদ্ধ প্রাইভেট টিউশন, কিন্তু তা সত্ত্বেও অনেকেই এই নিয়ম অমান্য করে রীতিমতো প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছিলেন। তাই সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন দেওয়ার বিরুদ্ধে সম্প্রতি কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ জারি করেছে। আদালতের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ৮ সপ্তাহের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং গোটা বিষয়টি সম্পূর্ণ তদন্ত করে রিপোর্ট দিতে হবে আদালতকে। অনেক সরকারি স্কুলের শিক্ষক তাদের কাছে টিউশনে না পড়লে ছাত্রদের পরীক্ষায় কম নম্বর দেওয়ার ভয় দেখিয়ে টিউশন করতে বাধ্য করছেন বলেগৃহ আদালতে অভিযোগ করেছিল শিক্ষক কল্যাণ সমিতি (WB Government School Teacher Private Tuition)।

শিক্ষকদের জন্য নির্দেশিকা জারি করলো আদালত

মধ্যশিক্ষা পর্ষদ  ২০১৮ সালে সরকারি স্কুল ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো নিষিদ্ধ করে, অর্থাৎ সরকারি স্কুলের শিক্ষকরা কোনো ছাত্রকে প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। আদালতের নির্দেশ অনুযায়ী, মধ্যশিক্ষা পর্ষদ ও জেলা স্কুল পরিদর্শকরা সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন দেওয়ার বিষয়ে তদন্ত করবে এবং তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। যদি কোনো টিচার অভিযুক্ত হন এবং তদন্তে প্রমাণিত হয় তারা নিয়ম অমান্য করছেন, তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এমনটাই আদালতের তরফ থেকে জানানো হয়েছে (WB Government School Teacher Private Tuition)।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad