WB Govt New Job 2024: রাজ্যের 18টি গ্রাম পঞ্চায়েতে উচ্চ মাধ্যমিক পাশে চাকরি ! আবেদন করুন!

Published On:

WB Govt New Job 2024: রাজ্যে আবার নিয়োগ! এবার National health mission (NHM) এর অধীনে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। মোট 18টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক তথা রাজ্যের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আজকের প্রতিবেদনে দেখে নিন কোন পদে নিয়োগ করা হচ্ছে, মাসিক বেতন হিসেবে কত টাকা দেওয়া হবে, আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি, আবেদন পদ্ধতি কি রয়েছে, কতদিন আবেদন করা যাবে? ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা।

১)পদের নাম (WB Govt New Job 2024) – হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার।

মোট শূন্য পদের সংখ্যা : 16টি

আরো পড়ুন : পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ, মোটা টাকা বেতন! আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা – নূন্যতম wbchse থেকে উচ্চ মাধ্যমিক পাস, সাথে হোমিওপ্যাথির ওপর স্নাতক হওয়া বাঞ্ছনীয়।

2)পদের নাম – আয়ুর্বেদিক মেডিকেল অফিসার।

মোট শূন্য পদের সংখ্যা : 1টি

শিক্ষাগত যোগ্যতা – নূন্যতম wbchse থেকে উচ্চ মাধ্যমিক পাস, সাথে আয়ুর্বেদের ওপর স্নাতক হওয়া বাঞ্ছনীয়।

3) পদের নাম – আয়ুস ( হোমিওপ্যাথিক) মেডিকেল অফিসার

মোট শূন্য পদের সংখ্যা : 1টি

শিক্ষাগত যোগ্যতা (WB Govt New Job 2024) – নূন্যতম wbchse থেকে উচ্চ মাধ্যমিক পাস, সাথে হোমিওপ্যাথির ওপর স্নাতক হওয়া বাঞ্ছনীয়।WB Govt New Job 2024

বয়স -প্রতি ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা 01/01/2024 তারিখ অনুযায়ী 50 বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন ক্রম– প্রতি পদের ক্ষেত্রে মাসিক বেতন 16000 টাকা

রাজ্যের 18টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে, সেক্ষেত্রে আবেদনকারীর অবশ্যই বাংলা ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি – যোগ্য আবেদনকারীরা অফিসিয়াল ওয়েসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি প্রিন্ট করে নেবেন এরপর সেটি যথাযথ ভাবে পূরণ করে নির্দিষ্ট স্থানের বিডিও অফিসে জমা করে আসবেন।

আবেদন জমা করার শেষ দিন 16/02/2024

আবেদন করার পূর্বে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

নোটিফিকেশনদেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad