WB govt Recruitment 2024: রাজ্যের এই গুরত্বপূর্ন প্রশাসনিক দপ্তরে নিয়োগ! জানুন বিস্তারিত।

Published On:

WB govt Recruitment 2024: রাজ্যের বেকার শিক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। এবার রাজ্য সরকারের অধীনস্থ এই দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের যেকোনো জেলা তথা ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারেন। এই পদের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি, কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি, বেতন সীমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম (WB govt Recruitment 2024): রাজ্যের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের তরফে – 1) সুপারভাইজার লেভেল-৩ 2) কম্পিউটার অ্যানালিস্ট পদে লোক নেওয়া হচ্ছে এবং এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা।

১) সুপারভাইজার:

শূন্যপদ– এই পদের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা 04টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্যে আবেদনকারীকে এমসিএ অথবা এমএসসি আইটি, বি. ই বা ইনফরমেশন টেকনোলজিতে বি. টেক এর যেকোনো একটিতে প্রথম বিভাগে পাস করতে হবে।

বেতন সীমা – এই পদের জন্যে 33000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে

বয়সসীমা- সরকারি ক্ষেত্রে নিয়োগের স্বাভাবিক বয়সসীমার ক্ষেত্রে যা নিয়ম তাই প্রযোজ্য থাকবে।

2) কম্পিউটার অ্যানালিস্ট:

শূন্যপদ– এই পদের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা 37 টি

শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্যে আবেদনকারীকে PGDCA / কম্পিউটার সাইন এ B.SC পাশ করতে হবে

বেতন সীমা – এই পদের জন্যে 20000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে

বয়সসীমা- সরকারি ক্ষেত্রে নিয়োগের স্বাভাবিক বয়সসীমার ক্ষেত্রে যা নিয়ম তাই প্রযোজ্য থাকবে।

আবেদন পদ্ধতি– অনলাইনের মাধ্যমে আবেদন নথি ভুক্ত করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা । আবেদন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রে নিজের যাবতীয় তথ্য পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট গুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। সবশেষে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

আবেদনের শেষ তারিখ- ১১ ফেব্রুয়ারি ২০২৪।

Notificationদেখুন
অফিসিয়াল ওয়েবসাইটভিজিট করুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad