WB Gram Panchayat Practice Set-30 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-30)
Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-30 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-30)
প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।
আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।
প্রশ্ন. গাড়ির ব্যাটারিতে কোন এসিড থাকে ?
উত্তর:- সালফিউরিক এসিড
প্রশ্ন. জং বিরোধী রং প্রস্তুতিতে কোন এসিড ব্যবহৃত হয় ?
উত্তর:- ফসফরিক এসিড
প্রশ্ন. পিঁপড়ে এবং মৌমাছিতে কোন এসিড থাকে ?
উত্তর:- ফরমিক এসিড
প্রশ্ন. ভিনিগার প্রস্তুতিতে কোন এসিড থাকে ?
উত্তর:- অ্যাসেটিক এসিড
প্রশ্ন. খাদ্য সংরক্ষণ করতে কোন এসিড লাগে ?
উত্তর:- বেঞ্জয়িক এসিড
প্রশ্ন. লেবুতে, কমলালেবু তে কোন এসিড থাকে ?
উত্তর:- সাইট্রিক এসিড
প্রশ্ন. তেঁতুলে কোন এসিড থাকে ?
উত্তর:- টারটারিক এসিড
প্রশ্ন. আপেল/ন্যাসপাতির ভক্ষিত অংশ কোনটি ?
উত্তর:- মাংসল থ্যালামাস
প্রশ্ন. কলার ভক্ষিত অংশ কোনটি ?
উত্তর:- মেসোকার্প
প্রশ্ন. কাজুবাদামের ভক্ষিত অংশ কোনটি ?
উত্তর:- মাংসল থ্যালামাস, বীজপত্র
প্রশ্ন. নারকেলের ভক্ষিত অংশ কোনটি ?
উত্তর:- তরল এন্ডোকার্প
প্রশ্ন. শসার ভক্ষিত অংশ কোনটি ?
উত্তর:- মেসোকার্প এবং এন্ডকার্প
প্রশ্ন. খেজুরের ভক্ষিত অংশ কোনটি ?
উত্তর:- মাংসল পেরিকার্প
প্রশ্ন. ডুমুরের ভক্ষিত অংশ কোনটি ?
উত্তর:- মাংসল থ্যালামাস
প্রশ্ন. কাঁঠালের ভক্ষিত অংশ কোনটি ?
উত্তর:- বৃতি, বীজ ও পেরিয়ান্থ
প্রশ্ন. সরিষার ভক্ষিত অংশ কোনটি ?
উত্তর:- বীজ
প্রশ্ন. টমেটোর ভক্ষিত অংশ কোনটি ?
উত্তর:- পেরিকার্প ও অমরা
প্রশ্ন. তক্ষশীলার বর্তমান নাম কি ?
উত্তর:- পশ্চিম কাশ্মীর
প্রশ্ন. সপ্তগ্রামের বর্তমান নাম কি ?
উত্তর:- ত্রিবেণী
প্রশ্ন. পাটলিপুত্র এর বর্তমান নাম কি ?
উত্তর:- পাটনা
প্রশ্ন. মুগদাগিরি এর বর্তমান নাম কি ?
উত্তর:- মুঙ্গের
প্রশ্ন. গৌড় বা লক্ষনাবতী এর বর্তমান নাম কি ?
উত্তর:- মালদহ
প্রশ্ন. অঙ্গ এর বর্তমান নাম কি ?
উত্তর:- ভাগলপুর
প্রশ্ন. কলিঙ্গের বর্তমান নাম কি ?
উত্তর:- ওড়িশা
প্রশ্ন. পেশোয়ার বর্তমান নাম কি ?
উত্তর:- মহারাষ্ট্র
প্রশ্ন. প্রয়াগরাজ এর বর্তমান নাম কি ?
উত্তর:- এলাহাবাদ
প্রশ্ন. মৎস্য এর বর্তমান নাম কি ?
উত্তর:- জয়পুর
প্রশ্ন. ইনসুলিন ব্যবহৃত হয় কোন রোগে ?
উত্তর:- ডায়াবেটিস
প্রশ্ন. অ্যাসপিরিন ব্যবহৃত হয় কোন রোগে ?
উত্তর:- ব্যথামুক্তি/জ্বর
প্রশ্ন. অ্যাট্রোপিন ব্যবহৃত হয় কোন রোগে ?
উত্তর:- চক্ষু পীড়ায়
আরো পড়ুন:- | Click Here |