WB Gram Panchayat Practice Set-15 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

Published On:

WB Gram Panchayat Practice Set-15 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-15)

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-15 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-15)

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

tarak panchyat

প্রশ্ন. রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স দরকার ?

উত্তর:- ৩৫ বছর

প্রশ্ন. গুরুনানক পুরস্কার কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর:- মহিলা হকি

প্রশ্ন. ভারতে কত সালে ইন্টেলিজেন্স ব্যুরো (IB) গঠিত হয় ?

উত্তর:- ১৮৮৭ সালে

প্রশ্ন. UNCTAD  – এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর:- জেনেভা

প্রশ্ন. সংবাদ সংস্থা AFP কোন দেশের ?

উত্তর:- ফ্রান্স

প্রশ্ন. চিকিৎসাবিজ্ঞানের জনক কাকে বলে হয় ?

উত্তর:- হিপোক্রেটিস

প্রশ্ন. ‘Systema Naturae’ বইটি কে লিখেছেন ?

উত্তর:- ক্যারোলাস লিনিয়াস

প্রশ্ন. মানুষ কোন গোত্রের অন্তর্ভুক্ত ?

উত্তর:- হোমিনিডি

প্রশ্ন. তারামাছের গমন অঙ্গ কি ?

উত্তর:- নালিপদ

প্রশ্ন. মানবদেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি ?

উত্তর:- আটটি

প্রশ্ন. কোন বিজ্ঞানী কোশপর্দা গঠনের তরল মোজাইক মডেল উপস্থাপন করেন ?

উত্তর:- সিঙ্গার ও নিকলসন

প্রশ্ন. কোশের নিউক্লিয়াসের দুটি একক পর্দার মাঝের স্থানকে কি বলে ?

উত্তর:- পেরিনিউক্লিয়ার সিস্টারনি

প্রশ্ন. কোশের কোন অঙ্গানু তে অঙ্গুলাকার ভাঁজ ক্রিস্টি দেখা যায় ?

উত্তর:- মাইটোকন্ড্রিয়া

প্রশ্ন. পাকা ফলের খোসা, গাজরের মূলে কোন প্লাস্টিড থাকে ?

উত্তর:- ক্রোমোপ্লাস্টিড

প্রশ্ন. জোন অব এক্সক্লুশন কোন কোশীয় অঙ্গানুর সাথে সম্পর্কিত ?

উত্তর:- গলগি বডি

প্রশ্ন. কোন ধাতুকে সংরক্ষণ করার জন্য কেরোসিনের মধ্যে রাখা হয় ?

উত্তর:- সোডিয়াম

প্রশ্ন. হৃৎপিণ্ডের কার্যকারিতা কোন কোন ধাতুর ওপর নির্ভর করে ?

উত্তর:- পটাশিয়াম ও ক্যালশিয়াম

প্রশ্ন. বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় ?

উত্তর:- ২৪ শে মার্চ

প্রশ্ন. কোন প্রাণীর লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসযুক্ত ?

উত্তর:- উট

প্রশ্ন. মানবদেহে অর্নিথিন চক্র কোথায় হয় ?

উত্তর:- যকৃৎ

প্রশ্ন. রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল ব্যবহার করা হয় তার নাম কি ?

উত্তর:- ফ্রেয়ন

আরো পড়ুন:-Click Here
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad