WB Gram Panchayat Practice Set-20 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-20)
Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-20 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-20)
প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।
আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।
প্রশ্ন. ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস কোথায় অবস্থিত ?
উত্তর:- মধ্যপ্রদেশ
প্রশ্ন. মৃণালিনী সরাভাই কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
উত্তর:- ভারতনাট্যম নৃত্য
প্রশ্ন. এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় টিমের প্রথম অধিনায়ক কে ছিলেন ?
উত্তর:- অজিত ওয়াদেকর
প্রশ্ন. কোন উৎসবের সময় জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ড ঘটে ?
উত্তর:- বৈশাখী উৎসব
প্রশ্ন. ‘Half Girlfriend’ উপন্যাসটির লেখক কে ?
উত্তর:- চেতন ভগৎ
প্রশ্ন. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় ?
উত্তর:- ৪ ই ফেব্রুয়ারি
প্রশ্ন. টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে এটি কোন ধরনের চলন ?
উত্তর:- থার্মোন্যাস্টি
প্রশ্ন. একটি নিম্নশ্রেণীর উদ্ভিদ যার মধ্যে গমন পরিলক্ষিত হয় ?
উত্তর:- ক্ল্যামাইডোমোনাস
প্রশ্ন. থাইরয়েড গ্রন্থি কি প্রকৃতির ?
উত্তর:- অন্ত:ক্ষরা গ্রন্থি
প্রশ্ন. কোনটি ইনজেক্ট করে দুগ্ধবতী গাভির দুগ্ধ ক্ষরণ বাড়ানো হয় ?
উত্তর:- পিটুইটারির নির্যাস
প্রশ্ন. ত্বকের রোম কে খাড়া করে কোন পেশী ?
উত্তর:- অ্যারেকটোরেস পিলাই
প্রশ্ন. মানুষের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?
উত্তর:- ভেগাস
প্রশ্ন. একটি নিউরোহরমোন এর উদাহরণ হলো ?
উত্তর:- ভেসোপ্রেসিন
প্রশ্ন. গুরুমস্তিষ্কের দুটি গোলার্ধদ্বয় কি দিয়ে যুক্ত থাকে ?
উত্তর:- করপাস ক্যালোসাম
প্রশ্ন. চোখের কোন অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় ?
উত্তর:- পীতবিন্দু
প্রশ্ন. চোখের কোন অংশটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ?
উত্তর:- অ্যাকুয়াস হিউমর
প্রশ্ন. ‘আইভানহো’ কোন সাহিত্যিকের সৃষ্ট চরিত্র ?
উত্তর:- ওয়াল্টার স্কট
প্রশ্ন. শহীদ মিনার কীসের স্মৃতিস্তম্ভ ?
উত্তর:- গোর্খা যুদ্ধে বিজয়
প্রশ্ন. স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি শাসন চালু হয় কোন রাজ্যে ?
উত্তর:- পাঞ্জাব
প্রশ্ন. সূর্যের আলো সাতটি রঙের সমাহার – কে প্রমান করেছিলেন ?
উত্তর:- নিউটন
প্রশ্ন. রবীন্দ্রনাথ ঠাকুরকে কে বিশ্বকবি অ্যাখ্যা দেন ?
উত্তর:- ব্রহ্মবান্ধব উপাধ্যায়
প্রশ্ন. ‘ডন’ কোন দেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্র ?
উত্তর:- পাকিস্তান
প্রশ্ন. কমনওয়েলথ গেমস প্রথম কত সালে শুরু হয় ?
উত্তর:- 1930 সালে
প্রশ্ন. সাহিত্যে বুকার পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয় ?
উত্তর:- ইংল্যান্ড
প্রশ্ন. নোকিয়া কোম্পানিটি প্রকৃতপক্ষে কোন দেশের ?
উত্তর:- ফিনল্যান্ড
প্রশ্ন. ‘ইডগা’ কোন রাজ্যের উপজাতি ?
উত্তর:- কর্ণাটক
প্রশ্ন. কোন পদার্থের স্থিতিস্থাপকতা সবথেকে বেশি ?
উত্তর:- ইস্পাত
প্রশ্ন. জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান কি হয় ?
উত্তর:- কমে যায়
প্রশ্ন. 1 কিলোগ্রাম ভার কত নিউটনের সমান ?
উত্তর:- 9.81 নিউটন
প্রশ্ন. ক্যারামের স্ট্রাইকারের গতি কি প্রকৃতির ?
উত্তর:- চলন গতি
প্রশ্ন. প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এমন মৌলকে কি বলে ?
উত্তর:- আইসোটোন
প্রশ্ন. তাপীয় আয়নন তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তর:- মেঘনাথ সাহা
আরো পড়ুন:- | Click Here |