WB Gram Panchayat Practice Set-13 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

Published On:

WB Gram Panchayat Practice Set-13 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-13)

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-13 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-13)

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

tarak panchyat

প্রশ্ন. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন ?

উত্তর:- মমতা ব্যানার্জী

প্রশ্ন. হাতঘড়ি কে আবিষ্কার করেছিলেন ?

উত্তর:- পাটেক ফিলিপ

প্রশ্ন. মানবদেহের সবথেকে বড় গ্রন্থির নাম কি ?

উত্তর:- যকৃত

প্রশ্ন. ভারতের প্রথম ট্রেন কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত চলেছিল ?

উত্তর:- মুম্বাই থেকে থানে

প্রশ্ন. কলকাতার নাম ‘আলিনগর’ কে দিয়েছিলেন ?

উত্তর:- সিরাজ-উদ-দৌল্লা

প্রশ্ন. সিপাহী বিদ্রোহ কার আমলে অনুষ্ঠিত হয় ?

উত্তর:- লর্ড ক্যানিং

প্রশ্ন. ‘স্বত্ববিলোপ নীতি ‘ কে প্রচলন করেন ?

উত্তর:- লর্ড ডালহৌসী

প্রশ্ন. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ?

উত্তর:- প্লাটিনাম

প্রশ্ন. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ?

উত্তর:- মনো সোডিয়াম গ্লুটামেট

প্রশ্ন. কার্বন মনো অক্সাইড (CO) ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রনকে কি বলে ?

উত্তর:- ওয়াটার গ্যাস

প্রশ্ন. সর্ব প্রথম অক্সিজেন আবিস্কার করেন কে ?

উত্তর:- প্রিস্টলি

প্রশ্ন. পচা ডিমের মত গন্ধযুক্ত গ্যাস কোনটি ?

উত্তর:- হাইড্রোজেন সালফাইড

প্রশ্ন. গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?

উত্তর:- আয়োডিন

প্রশ্ন. Tear গ্যাস বা কাঁদুনে গ্যাসের অপর নাম কি ?

উত্তর:- ক্লোরোপিকরিন

প্রশ্ন. অর্থশাস্ত্র কে রচনা করেন?

উত্তর:- কৌটিল্য

প্রশ্ন. হর্ষচরিত কে রচনা করেন?

উত্তর:- বাণভট্ট

প্রশ্ন. রামচরিত কার রচনা?

উত্তর:- সন্ধ্যাকর নন্দী

প্রশ্ন. রাজতরঙ্গিনীর রচয়ীতা কে?

উত্তর:- কলহন

প্রশ্ন. রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায়?

উত্তর:- কাশ্মীর

প্রশ্ন. বুদ্ধচরিতের রচয়িতা কে?

উত্তর:- অশ্ব ঘােষ

প্রশ্ন. তহকক-ই-হিন্দ কার রচনা?

উত্তর:- আলবেরুণি

প্রশ্ন. আইহােল প্রশস্তি কার রচনা?

উত্তর:- চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভা কবি রবিকীর্তি

প্রশ্ন. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?

উত্তর:- সমুদ্রগুপ্তের সভা কবি হরিসেন

প্রশ্ন. নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্নিত আছে?

উত্তর:- গৌতমি পুত্র সাতকর্ণির

প্রশ্ন. প্রমোদ কর কোন দপ্তর আদায় করে ?

উত্তর:- রাজ্য অর্থ দপ্তর

প্রশ্ন. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের অনুন্নত শ্রেণির বিষয়ে তদন্ত ও সুপারিশ করার জন্য কমিশন গঠন করতে পারেন ?

উত্তর:- ৩৪০

প্রশ্ন. দিল্লির বাইরে কোথায় সুপ্রিমকোর্ট বসতে পারে ?

উত্তর:- রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে প্রধান বিচারপতি যে-কোনো স্থানে বিচারসভা বসাতে পারেন

প্রশ্ন. মিশ্র অর্থনীতির কাঠামো কোন পরিকল্পনা থেকে নেওয়া হয়েছিল ?

উত্তর:- দ্বিতীয়

প্রশ্ন. নেতাজি সুভাষচন্দ্র বসু কবে স্বাধীন ভারতের অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেন ?

উত্তর:- 21 অক্টোবর, 1943

প্রশ্ন. কত খ্রিস্টাব্দে ‘ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’ প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- ১৯২০

আরো পড়ুন:-Click Here
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad