WB Gram Panchayat Practice Set-14 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

Published On:

WB Gram Panchayat Practice Set-14 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-14)

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-14 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-14)

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

tarak panchyat

প্রশ্ন. সার্কুলার বিরোধী সোসাইটি উদ্যোক্তা কে ছিলেন ?

উত্তর:- শচীন্দ্রকুমার

প্রশ্ন. কোন মামলায় ফিলিপ স্প্ৰাট নামে জনৈক ব্রিটিশ নাগরিককে অভিযুক্ত করে বিচার করা হয় ?

উত্তর:- মীরাট ষড়যন্ত্র মামলা

প্রশ্ন. কোন জাতীয়তাবাদী নেতা ‘লোকমান্য’ নামে সমধিক পরিচিত ?

উত্তর:- বালগঙ্গাধর তিলক

প্রশ্ন. বাংলায় প্রধান বিপ্লবী ঘাঁটি কোনটি ছিল ?

উত্তর:- অনুশীলন সমিতি

প্রশ্ন. কোন অ্যাসিড কে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় ?

উত্তর:- হাইড্রোক্লোরিক অ্যাসিড

প্রশ্ন. অম্লরাজে কি কি উপাদান থাকে ?

উত্তর:- ৩ অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ১ অনু নাইট্রিক অ্যাসিড

প্রশ্ন. অক্সিজেন শোষক এমন একটি পদার্থের নাম কি ?

উত্তর:- ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ

প্রশ্ন. নাইট্রোলিম কি ?

উত্তর:- ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণ

প্রশ্ন. রৌপ্যমুদ্রা কিসের সংস্পর্শে আসলে কালো হয়ে যায় ?

উত্তর:- হাইড্রোজেন সালফাইড

প্রশ্ন. তামা এবং দস্তার মিশ্রনে যে কঠিন দ্রবণ উৎপন্ন হয় তার নাম কি ?

উত্তর:- পিতল

প্রশ্ন. তড়িৎকোশের যে তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলে ?

উত্তর:- ক্যাথোড

প্রশ্ন. তড়িৎবিশ্লেষণে কোন শক্তি কিসে রূপান্তরিত হয় ?

উত্তর:- তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে

প্রশ্ন. যে পাত্রে তড়িৎবিশ্লেষণ হয় তাকে কি বলে ?

উত্তর:- ভোল্টামিটার

প্রশ্ন. ওহমের সূত্র কার উপর কার্যকরী নয় ?

উত্তর:- অর্ধপরিবাহী

প্রশ্ন. কুকা আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?

উত্তর:- পাঞ্জাব

প্রশ্ন. কোন যুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশ শাসনকালের সর্বময় কতৃত্ব শুরু হয় ?

উত্তর:- বক্সারের যুদ্ধ , ১৭৬৪ সাল

প্রশ্ন. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে ‘পূর্ণ স্বাধীনতা’ অর্জনকে লক্ষ্য রূপ ঘোষণা করেছিল ?

উত্তর:- লাহোর , ১৯২৯

প্রশ্ন. ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ হয় ?

উত্তর:- সিকিম

প্রশ্ন. সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে ?

উত্তর:- ১৫৪ ধারায়

প্রশ্ন. চৌম্বক মেরুতে বিনতি কোন কত ?

উত্তর:- ৯০ ডিগ্রি

প্রশ্ন. বায়োগ্যাসের উপাদান কি ?

উত্তর:- কার্বন ডাই অক্সাইড , মিথেন ও হাইড্রোজেন

8.দাঁত মাজার মাজনের মৌলিক প্রকৃতি কি রূপ ?

উত্তর:- ক্ষারীয়

প্রশ্ন. বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার করা হয় ?

উত্তর:- সালফার

প্রশ্ন. গ্লোবাল হাঙ্গার সূচী ২০২০ অনুযায়ী ভারতের স্থান কত ?

উত্তর:- ৯৪ তম

প্রশ্ন. শুস্ক বরফ কাকে বলা হয় ?

উত্তর:- কার্বন-ডাই-অক্সাইড

প্রশ্ন. ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় ?

উত্তর:- ১৯৫৪ সাল

প্রশ্ন. বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে ?

উত্তর:- আলিপুরদুয়ার

প্রশ্ন. ভারতে মনসবদারী প্রথা কে চালু করেন ?

উত্তর:- আকবর

প্রশ্ন. বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয় ?

উত্তর:- ৪ জানুয়ারি

আরো পড়ুন:-Click Here
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad