WB Gram Panchayat Practice Set-32 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-32)
Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-32 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-32)
প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।
আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।
প্রশ্ন. কম্পিউটার মনিটর কি ধরনের ডিভাইস ?
উত্তর:- আউটপুট
প্রশ্ন. শর্টকাট এবং স্পেশ্যাল টাস্কের জন্য কোন কী ব্যবহৃত হয় ?
উত্তর:- Control এবং Alt
প্রশ্ন. Ctrl,Shift এবং Alt কে কি বলা হয় ?
উত্তর:- মডিফায়ার কী
প্রশ্ন. ট্রাক বল কে কিসের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে ?
উত্তর:- মাউস
প্রশ্ন. কীবোর্ডে কতগুলি ফাংশন কী রয়েছে ?
উত্তর:- 12 টি
প্রশ্ন. MICR এর পুরো কথা কি ?
উত্তর:- Magnetic Ink Character Reader
প্রশ্ন. OMR এর পুরো কথা কি ?
উত্তর:- Optical Mark Reader
প্রশ্ন. লাইট পেন কি ধরণের ডিভাইস ?
উত্তর:- ইনপুট ডিভাইস
প্রশ্ন. PROM এর পুরো কথা কি ?
উত্তর:- Programmable Read Only Memory
প্রশ্ন. হার্ড ডিস্কের পরিবর্তে কম্পিউটার বুটিং আরো দ্রুত করতে বর্তমানে কি ব্যবহৃত হয় ?
উত্তর:- SSD ( Solid State Drive )
প্রশ্ন. হাঙ্গরের শরীরে কোন ধরনের আঁশ দেখা যায় ?
উত্তর:- প্লাকয়েড আঁশ
প্রশ্ন. রুই,কাতলা মাছের শরীরে কোন আঁশ দেখা যায় ?
উত্তর:- সাইক্লয়েড আঁশ
প্রশ্ন. ভেটকি মাছের শরীরে কোন আঁশ দেখা যায় ?
উত্তর:- টিনয়েড আঁশ
প্রশ্ন. লাংফিস মাছের শরীরে কোন আঁশ দেখা যায় ?
উত্তর:- গ্যানয়েড আঁশ
প্রশ্ন. শঙ্কর মাছের শরীরে কোন আঁশ দেখা যায় ?
উত্তর:- প্লাকয়েড আঁশ
প্রশ্ন. কালবোস মাছের শরীরে কোন আঁশ দেখা যায় ?
উত্তর:- সাইক্লয়েড আঁশ
প্রশ্ন. কচ্ছপের শরীরে কোন আঁশ দেখা যায় ?
উত্তর:- স্কিউট আঁশ
প্রশ্ন. গিরগিটির শরীরে কোন আঁশ দেখা যায় ?
উত্তর:- ফ্রিল কণ্টক আঁশ
প্রশ্ন. কুমীরের শরীরে কোন আঁশ দেখা যায় ?
উত্তর:- স্কিউট আঁশ
প্রশ্ন. কই মাছের শরীরে কোন আঁশ দেখা যায় ?
উত্তর:- টিনয়েড আঁশ
প্রশ্ন. ‘ভারত পথিক’ কাকে বলা হয় ?
উত্তর:- রামমোহন রায়
প্রশ্ন. ‘ভারত কেশরী’ কাকে বলা হয় ?
উত্তর:- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
প্রশ্ন. ‘ভারতীয় জাতীয়তাবাদের জনক’ কাকে বলা হয় ?
উত্তর:- সুরেন্দ্রনাথ ব্যানার্জি
প্রশ্ন. ‘ভারতের রুশো’ কাকে বলা হয় ?
উত্তর:- স্বামী বিবেকানন্দ
প্রশ্ন. ‘ভারতের লৌহমানব’ কাকে বলা হয় ?
উত্তর:- সর্দার বল্লভভাই প্যাটেল
প্রশ্ন. ‘মহারাজ’ নামে কাকে অভিহিত করা হয় ?
উত্তর:- ত্রৈলোক্যনাথ চক্রবর্তী
প্রশ্ন. ‘মহর্ষি’ নামে কাকে অভিহিত করা হয় ?
উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন. ‘জাদু সম্রাট’ নামে কাকে অভিহিত করা হয় ?
উত্তর:- প্রতুল চন্দ্র সরকার
প্রশ্ন. ‘রসরাজ’ নামে কাকে অভিহিত করা হয় ?
উত্তর:- অমৃতলাল বসু
প্রশ্ন. ‘লোকমাতা’ নামে কাকে অভিহিত করা হয় ?
উত্তর:- ভগিনী নিবেদিতা,রানী রাসমণি
প্রশ্ন. পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ?
উত্তর:- অর্নিথোলজি
প্রশ্ন. প্রাণী পেশী-কঙ্কাল তন্ত্রের বিভিন্ন রোগ-চিকিৎসা বিজ্ঞান কে কি বলে ?
উত্তর:- অর্থোপেডিক্স
আরো পড়ুন:- | Click Here |