WB Gram Panchayat Practice Set-33 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-33)
Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-33 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-33)
প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।
আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।
প্রশ্ন. বানান সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় ?
উত্তর:- অর্থোগ্রাফি
প্রশ্ন. বিভিন্ন প্রজাতির বাস্তবিদ্যা সংক্রান্ত বিজ্ঞান কে কি বলে ?
উত্তর:- অটোইকোলজি
প্রশ্ন. আলোকের উপাদান সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
উত্তর:- অপটিক্স
প্রশ্ন. চক্ষু রোগ সম্পর্কিত বিদ্যাকে কি বলে ?
উত্তর:- অপথ্যালমোলজি
প্রশ্ন. পাহাড় বিষয়ক চর্চা কে কি বলে ?
উত্তর:- অরোলজি
প্রশ্ন. বৃষ্টিপাত সংক্রান্ত চর্চা কে কি বলে ?
উত্তর:- অমব্রোলজি
প্রশ্ন. ক্যানসার সংক্রান্ত চর্চা কে কি বলে ?
উত্তর:- অঙ্কোলজি
প্রশ্ন. অস্থি সম্পর্কিত বিজ্ঞান কে কি বলে ?
উত্তর:- অস্টিওলজি
প্রশ্ন. অরুণাচল প্রদেশের রাজ্য পাখি কি ?
উত্তর:- হর্নবিল
প্রশ্ন. মিজোরামের রাজ্য পাখি কি ?
উত্তর:- হুম পায়রা
প্রশ্ন. ছত্তিশগড় এর রাজ্য পাখি কি ?
উত্তর:- ময়না
প্রশ্ন. মেঘালয়ের রাজ্যপাখি কি ?
উত্তর:- হলুদ পা যুক্ত সবুজ পায়রা
প্রশ্ন. নাগাল্যান্ড রাজ্যপাখি কি ?
উত্তর:- মোরগ
প্রশ্ন. অসমের রাজ্যপাখি কি ?
উত্তর:- পাতিহাস
প্রশ্ন. ত্রিপুরার রাজ্য পাখি কি ?
উত্তর:- পায়রা
প্রশ্ন. সিকিমের রাজ্য পাখি কি ?
উত্তর:- ব্লাড Pheasant
প্রশ্ন. ঝাড়খণ্ড এর রাজ্য পাখি কি ?
উত্তর:- কোয়েল
প্রশ্ন. মণিপুরের রাজ্য পাখি কি ?
উত্তর:- হুম পায়রা
প্রশ্ন. মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিয়োগ প্রাপ্ত হন ?
উত্তর:- রাষ্ট্রপতি
প্রশ্ন. মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয় কততম সংশোধনের মাধ্যমে ?
উত্তর:- 44 তম
প্রশ্ন. কাউন্সিল অফ স্টেটস এর এক্স-অফিসিও চেয়ারম্যান কে ?
উত্তর:- উপরাষ্ট্রপতি
প্রশ্ন. আর্টিকেল 356 তে উল্লেখিত রাষ্ট্রপতি শাসন সর্বোচ্চ কতদিন একটি রাজ্যে কার্যকর থাকে ?
উত্তর:- 6 মাস
প্রশ্ন. আর্টিকেল 51A তে কত গুলি কর্তব্যের উল্লেখ রয়েছে ?
উত্তর:- 11 টি
প্রশ্ন. মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তর:- সোভিয়েত ইউনিয়ন
প্রশ্ন. সংবিধানের কততম সিডিউলে 22 টি ভাষার উল্লেখ রয়েছে ?
উত্তর:- অষ্টম
প্রশ্ন. রাজ্যসভা কতদিনের জন্য অর্থ বিল কে আটকে রাখতে পারে ?
উত্তর:- 14 দিন
প্রশ্ন. কোন ধারায় নাগরিকদের জন্য ইউনিফর্ম সিভিল কোর্ড সম্পর্কে উল্লেখ আছে ?
উত্তর:- আর্টিকেল – 44
প্রশ্ন. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্র
প্রশ্ন. ‘Doctrine of Passive Resistance’ বইটির লেখক কে ?
উত্তর:- অরবিন্দ ঘোষ
প্রশ্ন. ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ বইটির লেখক কে ?
উত্তর:- স্বামী বিবেকানন্দ
আরো পড়ুন:- | Click Here |