WB ICDS Supervisor and Helper Recruitment 2024 : এবার রাজ্যে ICDS অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ, শূন্যপদ ১৩ হাজার

Published On:


WB ICDS Supervisor and Helper Recruitment 2024 : আজ আমরা একটা দারুন সুখবর নিয়ে হাজির হয়ে গেছি। বহুদিন ধরেই যারা সরকারি চাকরির আশায় দিন গুনছেন, তাদের অপেক্ষার দিন শেষ। এবার রাজ্যের ICDS (Integrated Child Development Services)এ পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হতে চলেছে। সকল চাকরি প্রার্থীর জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। চলুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে।

পদের নাম – অঙ্গনওয়াড়ি সুপারভাইজার (Anganwadi Supervisor) এবং অঙ্গনওয়াড়ি হেল্পার (Anganwadi Helper)

শূন্যপদ – ১৩,০০০টি

বয়সসীমা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যথাক্রমে SC/ST/OBC/PWD শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন (ICDS Recruitment)।

শিক্ষাগত যোগ্যতা – উল্লিখিত পদে (WB ICDS Supervisor and Helper Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এমনকি এক্ষেত্রে উচ্চশিক্ষা সম্পন্ন প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন এখানে।

নিয়োগ প্রক্রিয়া – এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে  প্রার্থীদের নির্বাচন করা হবে।

পরীক্ষার প্রক্রিয়া ও প্রস্তুতি – এখানে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। পরীক্ষার সিলেবাসে সাধারণ জ্ঞান, অঙ্ক, ইংরেজি, এবং স্থানীয় ভাষা অন্তর্ভুক্ত থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। প্রার্থীরা পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন মডেল টেস্ট পেপার ও রেফারেন্স বই ব্যবহার করতে পারেন (ICDS Recruitment 2024 Exam Admit Card)।

আবেদন পদ্ধতি – উল্লিখিত পদের জন্য প্রার্থীরা অফলাইন কিংবা অনলাইন দুইভাবেই আবেদন জানাতে পারবেন। অফলাইনে আবেদনের জন্য প্রথমে নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথির জেরক্স সহ জমা দিতে হবে। আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিজের জেলার পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে (How to apply ICDS)।

গুরুত্বপূর্ণ তথ্য – এখনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি। তবে, খুব শীঘ্রই তা প্রকাশিত হবে।

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad